পটুয়াখালী প্রতিনিধি

রাজধানীর নয়াপল্টনে আজ (শনিবার) সরকারপতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা গতকাল রাত থেকেই জমায়েত হয়েছেন। তবে সেই সমাবেশের জমায়েতে দেখা গেছে এক যুবলীগ নেতাকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে তুমুল সমালোচনা তৈরি হয়েছে।
তবে ওই যুবলীগ নেতার দাবি, নয়াপল্টনে একটি হাসপাতালে তাঁর নানি চিকিৎসাধীন, তাই তিনি সেখানে গিয়েছিলেন।
যুবলীগের নেতা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রত্যাশী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল।
ভিডিওতে দেখা যায়, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা রাত থেকেই অবস্থান করছেন। আর সেখানে বিএনপির নেতাদের স্লোগানসংবলিত কর্মসূচি ভিডিও করতে দেখা যায় যুবলীগের নেতা মশিউর রহমান শিমুলকে।
এ বিষয়ে মশিউর রহমান শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াপল্টনে ইসলামিয়া হাসপাতালে আমার নানি অসুস্থ, আমি তাঁকে দেখতে গেছিলাম। আসার সময় সড়কে দেখি বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বাজে স্লোগান দিচ্ছে। সেটি ভিডিও করেছি। তবে আমি সমাবেশে যোগ দেইনি।’
এদিকে মশিউর রহমান শিমুলের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন খোদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের নেতা। তাঁর বাবা মো. নাসির হাওলাদার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন বলেও অভিযোগ উঠছে।
রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি, এটি খুবই দুঃখজনক। একসময় তাঁর বাবাও যুবদল করতেন এবং তাঁর পরিবারও বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে সে যুবলীগ করে, কখনোই সেখানে যেতে পারে না। বিষয়টি আমাদের দলীয় সভায় আলোচনা করে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেহেতু বর্তমানে রাঙ্গাবালীতে কোনো কমিটি নেই, সে (শিমুল) যদি বিএনপির মহাসমাবেশে গিয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে, পদ দেওয়ার ক্ষেত্রে তার বিষয়টি উত্থাপন করা হবে।’

রাজধানীর নয়াপল্টনে আজ (শনিবার) সরকারপতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা গতকাল রাত থেকেই জমায়েত হয়েছেন। তবে সেই সমাবেশের জমায়েতে দেখা গেছে এক যুবলীগ নেতাকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে তুমুল সমালোচনা তৈরি হয়েছে।
তবে ওই যুবলীগ নেতার দাবি, নয়াপল্টনে একটি হাসপাতালে তাঁর নানি চিকিৎসাধীন, তাই তিনি সেখানে গিয়েছিলেন।
যুবলীগের নেতা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রত্যাশী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল।
ভিডিওতে দেখা যায়, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা রাত থেকেই অবস্থান করছেন। আর সেখানে বিএনপির নেতাদের স্লোগানসংবলিত কর্মসূচি ভিডিও করতে দেখা যায় যুবলীগের নেতা মশিউর রহমান শিমুলকে।
এ বিষয়ে মশিউর রহমান শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াপল্টনে ইসলামিয়া হাসপাতালে আমার নানি অসুস্থ, আমি তাঁকে দেখতে গেছিলাম। আসার সময় সড়কে দেখি বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বাজে স্লোগান দিচ্ছে। সেটি ভিডিও করেছি। তবে আমি সমাবেশে যোগ দেইনি।’
এদিকে মশিউর রহমান শিমুলের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন খোদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের নেতা। তাঁর বাবা মো. নাসির হাওলাদার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন বলেও অভিযোগ উঠছে।
রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি, এটি খুবই দুঃখজনক। একসময় তাঁর বাবাও যুবদল করতেন এবং তাঁর পরিবারও বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে সে যুবলীগ করে, কখনোই সেখানে যেতে পারে না। বিষয়টি আমাদের দলীয় সভায় আলোচনা করে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেহেতু বর্তমানে রাঙ্গাবালীতে কোনো কমিটি নেই, সে (শিমুল) যদি বিএনপির মহাসমাবেশে গিয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে, পদ দেওয়ার ক্ষেত্রে তার বিষয়টি উত্থাপন করা হবে।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৩৯ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে