Ajker Patrika

রাঙ্গাবালীতে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
রাঙ্গাবালীতে ইউপি সদস্য গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
 
এরআগে রোববার রাতে দক্ষিণ তুলাতুলী কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রুমান মিয়াকে (৩১) মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় রুমানের বাবা লোটাস মুন্সি বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বড়বাইশদিয়া ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

হামলার শিকার স্বাস্থ্যকর্মী রুমানের অভিযোগ, তাঁদের বাড়ির সামনের কাঁচা রাস্তা দিয়ে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের বরাত দিয়ে উল্কায় একটি ঘরের নির্মাণসামগ্রী নেওয়া হচ্ছিল। এতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় বলে নির্মাণসামগ্রী পরিবহনে বাঁধা দেন তিনি। এই ঘটনার জের ধরে রোববার রাত ৮টায় কাটাখালী বাজারে গেলে ইউপি সদস্য হেলালের উপস্থিতিতে তাঁর ভাই টিপু সুলতানসহ কয়েকজন লোক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এঘটনায় মামলা হয়েছে। ইউপি সদস্য হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত