আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় আলু প্রদর্শনী খেতের জন্য কৃষি অফিস থেকে নিম্নমানের খাবার আলু বিতরণের অভিযোগ উঠেছে। বীজ আলুতে অঙ্কুরোদ্গম না হওয়ায় উপকারভোগী কৃষকেরা খেত প্রস্তুত করে বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলার কৃষকদের মাঝে আলু প্রদর্শনী খেতের জন্য রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের চাষি আমল হালদার, পশ্চিম মোল্লাপাড়া গ্রামের চাষি দশরত হালদার, একই গ্রামের মকবুল হোসেন জমাদ্দার, বাকাল ইউনিয়নের বড়মগরা গ্রামের চাষি তরনী শিকারি ও বাকাল গ্রামের যতীন্দ্রনাথ মিস্ত্রিকে পাঁচজন আলুচাষিকে নির্ধারণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। সম্প্রতি এসব চাষির প্রত্যেককে ইউরিয়া ২৫ কেজি, পটাশ ৩০ কেজি, জৈবসার ১৪ কেজি, ডিএফপি ২০ কেজি, দস্তা ১ কেজি, জিং ১ কেজি ও বীজ আলু ২০০ কেজি দেওয়া হয়।
উপকারভোগী কৃষকেরা জানান, চলতি মৌসুমে চাষিরা বীজ আলু রোপণের জন্য জমি চাষ ও সার দিয়ে প্রস্তুত করেন। চাষিরা বীজ আলুর বস্তা খুলে কাটা, পচা ও নিম্নমানের খাবার আলু দেখতে পান। বীজ আলুতে অঙ্কুরোদ্গম হয়নি। পরিবর্তে নিম্নমানের আলু বিতরণ করায় চাষিরা আলু প্রদর্শনীর খেতে আলু রোপণ করতে পারছেন না। চাষিরা টাকা খরচ করে জমি প্রস্তুত করলেও কৃষি অফিসের দেওয়া নিম্নমানের আলুর বীজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
উপকারভোগী চাষি তরনী শিকারি বলেন, ২৫-৩০ বছর ধরে আলু চাষ করে আসছি। আগে বাজার থেকে কেনা ও সরকারিভাবে পাওয়া আলুর বীজের বস্তায় কোম্পানির নাম, আলুর জাত, মেয়াদ ও বস্তার মুখে মেশিনের সেলাইসহ টোকেন লাগানো থাকত। এবারের আলুর বস্তায় এসব কিছুই নেই। মনে হয় বাজার থেকে খাবার আলু তিনে দিয়েছে কৃষি অফিস।
নিম্নমানের খাবার আলু পেয়েছেন বলে জানান উপকারভোগী আলুচাষি মকবুল হোসেন জমাদ্দার ও দশরত হালদার। তাঁরা বলেন, কৃষি অফিসের প্রদর্শনীর জন্য দেওয়া আলুতে কোনো অঙ্কুরোদ্গম হয়নি। বীজ আলু না দিয়ে বাজার থেকে কিনে নিম্নমানের খাবার আলু বিতরণ করেছে। এই আলু রোপণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আলু চাষের জন্য আমরা জমি প্রস্তুত করে ফেলেছি। আলু রোপণের জন্য প্রস্তুত করা জমিতে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় বলেন, বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) বীজ আলু পাওয়া না যাওয়ায় জয়পুরহাট থেকে বীজ আলু কিনে প্রদর্শনীর চাষিদের মাঝে সরবরাহ করা হয়েছে। চাষিরা যদি এই আলু রোপণে অনীহা প্রকাশ করেন তাহলে চাষিদের আলু পরিবর্তন করে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বীজ আলু দেখে চাষিদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

বরিশালের আগৈলঝাড়ায় আলু প্রদর্শনী খেতের জন্য কৃষি অফিস থেকে নিম্নমানের খাবার আলু বিতরণের অভিযোগ উঠেছে। বীজ আলুতে অঙ্কুরোদ্গম না হওয়ায় উপকারভোগী কৃষকেরা খেত প্রস্তুত করে বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলার কৃষকদের মাঝে আলু প্রদর্শনী খেতের জন্য রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের চাষি আমল হালদার, পশ্চিম মোল্লাপাড়া গ্রামের চাষি দশরত হালদার, একই গ্রামের মকবুল হোসেন জমাদ্দার, বাকাল ইউনিয়নের বড়মগরা গ্রামের চাষি তরনী শিকারি ও বাকাল গ্রামের যতীন্দ্রনাথ মিস্ত্রিকে পাঁচজন আলুচাষিকে নির্ধারণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। সম্প্রতি এসব চাষির প্রত্যেককে ইউরিয়া ২৫ কেজি, পটাশ ৩০ কেজি, জৈবসার ১৪ কেজি, ডিএফপি ২০ কেজি, দস্তা ১ কেজি, জিং ১ কেজি ও বীজ আলু ২০০ কেজি দেওয়া হয়।
উপকারভোগী কৃষকেরা জানান, চলতি মৌসুমে চাষিরা বীজ আলু রোপণের জন্য জমি চাষ ও সার দিয়ে প্রস্তুত করেন। চাষিরা বীজ আলুর বস্তা খুলে কাটা, পচা ও নিম্নমানের খাবার আলু দেখতে পান। বীজ আলুতে অঙ্কুরোদ্গম হয়নি। পরিবর্তে নিম্নমানের আলু বিতরণ করায় চাষিরা আলু প্রদর্শনীর খেতে আলু রোপণ করতে পারছেন না। চাষিরা টাকা খরচ করে জমি প্রস্তুত করলেও কৃষি অফিসের দেওয়া নিম্নমানের আলুর বীজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
উপকারভোগী চাষি তরনী শিকারি বলেন, ২৫-৩০ বছর ধরে আলু চাষ করে আসছি। আগে বাজার থেকে কেনা ও সরকারিভাবে পাওয়া আলুর বীজের বস্তায় কোম্পানির নাম, আলুর জাত, মেয়াদ ও বস্তার মুখে মেশিনের সেলাইসহ টোকেন লাগানো থাকত। এবারের আলুর বস্তায় এসব কিছুই নেই। মনে হয় বাজার থেকে খাবার আলু তিনে দিয়েছে কৃষি অফিস।
নিম্নমানের খাবার আলু পেয়েছেন বলে জানান উপকারভোগী আলুচাষি মকবুল হোসেন জমাদ্দার ও দশরত হালদার। তাঁরা বলেন, কৃষি অফিসের প্রদর্শনীর জন্য দেওয়া আলুতে কোনো অঙ্কুরোদ্গম হয়নি। বীজ আলু না দিয়ে বাজার থেকে কিনে নিম্নমানের খাবার আলু বিতরণ করেছে। এই আলু রোপণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আলু চাষের জন্য আমরা জমি প্রস্তুত করে ফেলেছি। আলু রোপণের জন্য প্রস্তুত করা জমিতে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় বলেন, বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) বীজ আলু পাওয়া না যাওয়ায় জয়পুরহাট থেকে বীজ আলু কিনে প্রদর্শনীর চাষিদের মাঝে সরবরাহ করা হয়েছে। চাষিরা যদি এই আলু রোপণে অনীহা প্রকাশ করেন তাহলে চাষিদের আলু পরিবর্তন করে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বীজ আলু দেখে চাষিদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২৬ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩০ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে