Ajker Patrika

বেতাগীতে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বরগুনার বেতাগী উপজেলার হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (চলতি দায়িত্ব) বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ছাত্রের চাচা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা এবং স্থানীয় সূত্র জানা যায়, হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদার বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রকে প্রায়ই যৌন নিপীড়ন করতেন। একাধিকবার যৌন নিপীড়ন করে তিনি ঘটনা বাইরের কাউকে না জানানোর জন্য ছাত্রকে ভয়ভীতি দেখান।

ভয়ে একপর্যায়ে ওই ছাত্র স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ছাত্রের দাদি স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে ছাত্র প্রধান শিক্ষক দুলালের নির্যাতনের কথা তাকে জানায়। ছাত্রের মুখে যৌন নিপীড়নের কথা শুনে ছাত্রের চাচা ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীদের নিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ধরে থানায় সোপর্দ করেন।   

বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষকের নামে থানায় একটি মামলা হয়েছে জেনেছি। মামলার পরপরই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আগামী বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত শিক্ষক দুলাল সিকদারকে আদালতে সোপর্দ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত