মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলসহ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীর মুক্তির দাবি জানিয়েছে তাঁর পরিবার। আজ শনিবার উপজেলার সুবিদখালীতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁর সহধর্মিণী সুরাইয়া আক্তার অনু।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলমের দুই মেয়ে সাদিয়া আলম পিংকি ও নুরে জান্নাতি রিংকি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুরাইয়া আক্তার অনু বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মো. জাহাঙ্গীর আলম ফরাজী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ৭ নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ সময় বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।
‘কিন্তু এগুলো আমাদের বাসায় কীভাবে এল তা আমরা জানি না। অস্ত্র তো দূরের কথা, কোনো দিন তাকে লাঠি হাতেও দেখিনি। তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ও যুবদলের সভাপতিসহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’
তিনি বলেন, ‘গত দেড় বছর আগে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে ফাঁসানো হয়েছে। রাজনীতি নিয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে তার বিরোধ চলছে।’
আমি মনে করি, তাকে রাজনৈতিকভাবে জব্দ করার জন্যই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রতিপক্ষের লোকজন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তি এবং রাজনৈতিক পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু আজকের পত্রিকাকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা যৌথ বাহিনী কী তথ্যের ভিত্তিতে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজিকে গ্রেপ্তার করেছে, তা আমার জানা নেই।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাঁর বসতঘর থেকে একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বর্তমানে তিনি কারাগারে বন্ধী আছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলসহ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীর মুক্তির দাবি জানিয়েছে তাঁর পরিবার। আজ শনিবার উপজেলার সুবিদখালীতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁর সহধর্মিণী সুরাইয়া আক্তার অনু।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলমের দুই মেয়ে সাদিয়া আলম পিংকি ও নুরে জান্নাতি রিংকি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুরাইয়া আক্তার অনু বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মো. জাহাঙ্গীর আলম ফরাজী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ৭ নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ সময় বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।
‘কিন্তু এগুলো আমাদের বাসায় কীভাবে এল তা আমরা জানি না। অস্ত্র তো দূরের কথা, কোনো দিন তাকে লাঠি হাতেও দেখিনি। তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ও যুবদলের সভাপতিসহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’
তিনি বলেন, ‘গত দেড় বছর আগে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে ফাঁসানো হয়েছে। রাজনীতি নিয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে তার বিরোধ চলছে।’
আমি মনে করি, তাকে রাজনৈতিকভাবে জব্দ করার জন্যই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রতিপক্ষের লোকজন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তি এবং রাজনৈতিক পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু আজকের পত্রিকাকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা যৌথ বাহিনী কী তথ্যের ভিত্তিতে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজিকে গ্রেপ্তার করেছে, তা আমার জানা নেই।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাঁর বসতঘর থেকে একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বর্তমানে তিনি কারাগারে বন্ধী আছেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে