
পিরোজপুরের নেছারাবাদে ইউনিফর্ম না পরায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করেছেন শিক্ষক। এতে তার ডান হাতের আঙুল ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম শাহরিয়ার (১২)। সে উপজেলার আরামকাঠি গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে। আর অভিযুক্ত তাপস মণ্ডল ওই স্কুলের ক্রীড়া শিক্ষক।
শাহরিয়ারের মা বলেন, ‘আমার ছেলের একটি প্যান্ট। আজ প্যান্ট ভেজা ছিল। তাই সে জিনস প্যান্ট পরে স্কুলে গিয়েছিল। এতে তাঁর শিক্ষক তাপস মণ্ডল রাগান্বিত হয়ে এলোপাতাড়ি বেত্রাঘাত করে ছেলের ডান হাতের একটি আঙুল ভেঙে দিয়েছেন।’
শাহরিয়ারের মা আরও বলেন, খবর পেয়ে ছেলেকে নিয়ে নেছারাবাদ হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁর ছেলের আঙুলের এক্স-রে দেখে বলেন একটি আঙুল ফ্র্যাকচার হয়েছে।
শাহরিয়ার বলে, ‘আমাদের স্কুলে জাতীয় সংগীত শুরুর আগে তাপস স্যার আমাকে ইউনিফর্মের প্যান্ট পরা না দেখে বেত দিয়ে এলোপাতাড়ি পিটুনি শুরু করেন। আমি হাত দিয়ে পিটান থামাতে গেলে আমার হাতে প্রচণ্ড ব্যথা পাই। পরে ডাক্তার দেখাতে এসে দেখি হাতের আঙুল ভেঙে গেছে।’
অভিযোগের বিষয়ে তাপস মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, পিটুনি দেওয়ার সময় ওই শিক্ষার্থী আঙুল বেশি নাড়াচাড়া করেছে। তাই বেত ফসকে গিয়ে আঙুলে লেগে আঙুলটা ফ্র্যাকচার হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ওই ছাত্র জিনস প্যান্ট পরে বিদ্যালয়ে এসেছিল। তাই ক্রীড়া শিক্ষক তাকে দুইটি পিটুনি দিয়েছে। ভুলে হাতের আঙুলে লেগে একটু মচকে ব্যথা পেয়েছে।
নেছারাবাদ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. নজরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছেলের মা এখানে আসার আগে বাইরের ডায়াগনস্টিক থেকে একটা এক্স-রে করে নিয়ে আসে। এক্স-রে রিপোর্টে তার ছেলের ডান হাতের একটা আঙুল ফ্র্যাকচার দেখা গেছে। আমরা ছেলেটার আঙুল ব্যান্ডেজ করে বাসায় পাঠিয়ে দিয়েছি।’
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে কেউ এখনো জানায়নি।’
স্কুলশিক্ষকেরা বেত নিয়ে ক্লাসে যেতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘স্কুলে বেত নিয়ে যাওয়ার কোনো অনুমতি নাই। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে