নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডে যোগদান করতে গিয়ে বাধার মুখে পড়েছেন শিক্ষা ক্যাডারের দুই কর্মকর্তা। ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে আজ রোববার তাঁদের যোগদানে বাধা দেন এবং কর্মকর্তাদের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী কর্মচারীরা।
পদায়নকৃত দুই কর্মকর্তা হলেন উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ ও উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান।
বোর্ড সূত্র জানিয়েছে, বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান ও যশোরের একটি কলেজের সহযোগী অধ্যাপক হাসান মাহমুদকে সম্প্রতি শিক্ষা বোর্ডে পদায়ন করে শিক্ষা অধিদপ্তর। যোগদান করতে তাঁরা আজ দুপুরে বোর্ডে গিয়ে বিএনপিপন্থী কর্মচারীদের তোপের মুখে পড়েন। পরে অবশ্য বিএনপিপন্থী পরিচয়ধারী কয়েকজনের সহযোগিতায় ওই দুজন কর্মক্ষেত্রে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কামরুজ্জামান বিএম কলেজে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ নিয়ন্ত্রিত শিক্ষক পরিষদের সদস্য এবং হাসান মাহমুদ আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মচারীরা দুই কর্মকর্তার কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন।
বোর্ডের কর্মচারী নেতা ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ওই দুই কর্মকর্তা কলেজে কর্মরত থাকাকালীন ‘আওয়ামী লীগের দোসর’ ছিলেন।
পরে এই দুজনের যোগদানে বাধা দেওয়ার খবর পেয়ে বোর্ডে যান বিএনপিপন্থী কয়েকজন নেতা। তাঁরা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী কক্ষের তালা খুলে দেন এবং যোগদানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ ব্যপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, দুজন সহযোগী অধ্যাপককে মন্ত্রণালয় বোর্ডে পদায়ন করেছে। বিধি অনুযায়ী তিনি তাঁদের যোগদানের ব্যবস্থা করেছেন।

বরিশাল শিক্ষা বোর্ডে যোগদান করতে গিয়ে বাধার মুখে পড়েছেন শিক্ষা ক্যাডারের দুই কর্মকর্তা। ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে আজ রোববার তাঁদের যোগদানে বাধা দেন এবং কর্মকর্তাদের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী কর্মচারীরা।
পদায়নকৃত দুই কর্মকর্তা হলেন উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ ও উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান।
বোর্ড সূত্র জানিয়েছে, বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান ও যশোরের একটি কলেজের সহযোগী অধ্যাপক হাসান মাহমুদকে সম্প্রতি শিক্ষা বোর্ডে পদায়ন করে শিক্ষা অধিদপ্তর। যোগদান করতে তাঁরা আজ দুপুরে বোর্ডে গিয়ে বিএনপিপন্থী কর্মচারীদের তোপের মুখে পড়েন। পরে অবশ্য বিএনপিপন্থী পরিচয়ধারী কয়েকজনের সহযোগিতায় ওই দুজন কর্মক্ষেত্রে যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কামরুজ্জামান বিএম কলেজে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ নিয়ন্ত্রিত শিক্ষক পরিষদের সদস্য এবং হাসান মাহমুদ আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মচারীরা দুই কর্মকর্তার কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন।
বোর্ডের কর্মচারী নেতা ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ওই দুই কর্মকর্তা কলেজে কর্মরত থাকাকালীন ‘আওয়ামী লীগের দোসর’ ছিলেন।
পরে এই দুজনের যোগদানে বাধা দেওয়ার খবর পেয়ে বোর্ডে যান বিএনপিপন্থী কয়েকজন নেতা। তাঁরা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী কক্ষের তালা খুলে দেন এবং যোগদানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ ব্যপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, দুজন সহযোগী অধ্যাপককে মন্ত্রণালয় বোর্ডে পদায়ন করেছে। বিধি অনুযায়ী তিনি তাঁদের যোগদানের ব্যবস্থা করেছেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে