নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে কাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে। অবস্থান কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ করেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। এবার উপাচার্যকে অপসারণে আগামীকাল বেলা ২টা পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-শিক্ষকেরা।
আজ অবস্থান কর্মসূচি শেষে বেলা ১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৮তম দিনে তাঁরা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার সরকারকে জানানোর পরও কোনো সাড়া মেলেনি। অবরোধে যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল বেলা ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তাঁরা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। তাদের পাশে আছি।’
সবাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষক–কর্মকর্তা এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছাত্রদের যৌক্তিক দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে কাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে। অবস্থান কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ করেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। এবার উপাচার্যকে অপসারণে আগামীকাল বেলা ২টা পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-শিক্ষকেরা।
আজ অবস্থান কর্মসূচি শেষে বেলা ১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৮তম দিনে তাঁরা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার সরকারকে জানানোর পরও কোনো সাড়া মেলেনি। অবরোধে যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল বেলা ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তাঁরা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। তাদের পাশে আছি।’
সবাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষক–কর্মকর্তা এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছাত্রদের যৌক্তিক দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।’
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ১০ টাকার চা-পান খাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতা হুমায়ূন কবীর (২১) খুন হয়েছেন। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
২ ঘণ্টা আগেপদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৩জুন) রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীর মর্যাদার দাবিতে রানা মিয়া (২৫) নামে এক নৌ সদস্যের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টা থেকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পশ্চিম নয়নপুর গ্রামে ওই নৌ সদস্যের বাড়িতে তিনি অনশন শুরু করেন।
৪ ঘণ্টা আগেবিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলে সমাবেশ ও দোয়া মাহফিলে আবুল কালাম এই হুঁশিয়ারি দেন। মির্জাপুর উপজেলা সদরের এসকে পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথি ছিলেন। এর আয়োজন করে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি ও এর সহযোগী...
৪ ঘণ্টা আগে