
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সেই সঙ্গে ফ্যাসিস্ট চিহ্নিত করা ও অবহেলায় ক্যানসারে আক্রান্ত ছাত্রী জিমির মৃত্যু ইস্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যাঁরা মুচলেকা দেবেন, তাঁদের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়া হবে।
উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার ৮৮তম বিশেষ জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুচিতা শরমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ঢাকার গেস্ট হাউসে ২ ঘণ্টাব্যাপী এ সভা হয়।
সভা সূত্রে জানা গেছে, ১১ জন সদস্য সিন্ডিকেট সভায় অংশ নেন। সভায় প্রায় ১ ঘণ্টা রেজিস্ট্রার ইস্যুতে আলোচনা হয়। এ সময় পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সদস্যরা।
সভার দায়িত্বশীল অন্তত দুজন সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো হচ্ছে—রেজিস্ট্রার মনিরুল ইসলামকে আজকেই অপসারণ করা; অতিরিক্ত দায়িত্বে থাকবেন উপাচার্য নিজে; আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এক মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার বিষয় আদালতে সুরাহা হবে।
এ ছাড়া ফ্যাসিস্টদের চিহ্নিত করতে এক সদস্যের একটি টিম গঠন করা হয়েছ। তবে সদস্যসংখ্যা চাইলে আরও যোগ করে নিতে পারবেন। যেসব শিক্ষার্থী মুচলেকা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়া হবে এবং যাঁরা মুচলেকা দেননি, তাঁদের মামলা বহাল থাকবে। জিডির ক্ষেত্রেও তাই। এ ছাড়া ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী জিমির সহায়তার আবেদন কেন পাঁচ মাসেও আমলে নেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সিন্ডিকেটের একজন সদস্য জানান।
এ ব্যপারে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও কিছু বলতে চাননি।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৯ মিনিট আগে