নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলের ৪০১৮ নম্বর রুমে ঢুকে ছাত্রলীগের কর্মী সিফাতসহ দুজনকে কুপিয়ে জখমের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন—আলীম সালেহী, শামীম সিকদার, শেখ রেফাত মাহমুদ ও রিয়াজ উদ্দিন মোল্লা।
আজ বুধবার বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
বন্দর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিয়ে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।’
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবারও ক্যাম্পাস-সংলগ্ন মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ঢুকে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আজ বুধবার সিফাত বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, দুই পক্ষই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
আহত সিফাতের বন্ধু হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ রুম্মান ইসলাম বলেন, ‘সিফাতের কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সিফাতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় সিফাতের হাত ভেঙে গেছে এবং পায়ে কোপ লেগেছে। ওই কক্ষে থাকা আরও দুই ছাত্র লোক প্রশাসনের জি এম ফাহাত ও ফিন্যান্স বিভাগের জিহাতও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন।’
সৈয়দ রুম্মান ইসলাম আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। তবে শুনেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।’
অপর আহত জি এম ফাহাত বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আমাদের ৪০১৮ নম্বর কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ।’
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে। অপর আহত ফাহাতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলের ৪০১৮ নম্বর রুমে ঢুকে ছাত্রলীগের কর্মী সিফাতসহ দুজনকে কুপিয়ে জখমের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন—আলীম সালেহী, শামীম সিকদার, শেখ রেফাত মাহমুদ ও রিয়াজ উদ্দিন মোল্লা।
আজ বুধবার বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
বন্দর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিয়ে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।’
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবারও ক্যাম্পাস-সংলগ্ন মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ঢুকে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আজ বুধবার সিফাত বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, দুই পক্ষই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
আহত সিফাতের বন্ধু হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ রুম্মান ইসলাম বলেন, ‘সিফাতের কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সিফাতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় সিফাতের হাত ভেঙে গেছে এবং পায়ে কোপ লেগেছে। ওই কক্ষে থাকা আরও দুই ছাত্র লোক প্রশাসনের জি এম ফাহাত ও ফিন্যান্স বিভাগের জিহাতও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন।’
সৈয়দ রুম্মান ইসলাম আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। তবে শুনেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।’
অপর আহত জি এম ফাহাত বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আমাদের ৪০১৮ নম্বর কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ।’
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে। অপর আহত ফাহাতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’

নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্সে’ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন, তাঁর স্ত্রী শিল্পী আক্তারসহ আলাউদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট
৯ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে