পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত হন পর্যটকেরা। ২০২২ সালকে স্বাগত জানাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আর এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে দেশের দূর-দূরান্ত থেকে পর্যটকেরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতেছেন সাগরকন্যা কুয়াকাটায়।
আজ শুক্রবার একদিকে সাপ্তাহিক ছুটি, অন্যদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বিভিন্ন হোটেল-মোটেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।
প্রতিবছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্রসৈকত। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে থাকে উপচে পড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসেন এখানে। এর ধারাবাহিকতায় এবারও ভিড় রয়েছে কুয়াকাটায়। এবার আগত পর্যটকদের বিনোদনে যুক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের অথই জলে জেগে ওঠা চর বিজয় এবং সুন্দরবনে নৌভ্রমণ।
গাজীপুর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা শান্তা বলেন, ‘পরিবার, বন্ধুবান্ধব নিয়ে কুয়াকাটায় আসলাম। বছরের শেষ সূর্যাস্ত দেখছি। বেশ আনন্দ করছে বাচ্চারা। অনেক ভালো লাগছে।’
মাদারীপুর থেকে আসা রাতুল বলেন, ‘২০২১ সালের সূর্যাস্ত ও ২২ সালের সূর্যোদয় কুয়াকাটায় দেখতে আমরা আজকে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থাটাও সন্তোষজনক। আরও দুদিন কুয়াকাটায় থাকব।’
থার্টি ফার্স্ট উপলক্ষে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন কুয়াকাটায় না হলেও প্রথম শ্রেণির হোটেলগুলো তাদের নিজস্ব অতিথিদের জন্য রেখেছে কিছু অভ্যন্তরীণ আয়োজন, আর সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
হোটেল ওশান ভিউর ব্যবস্থাপক আল-আমিন বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে আমাদের হোটেলের পর্যটকদের জন্য বিভিন্ন আয়োজন রেখেছি। কিছু রুম অগ্রিম বুকিং হয়েছিল। আজকে বাকিগুলো বুকিং হয়েছে। আপাতত কোনো রুম খালি নেই।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটক এসেছেন। এরই মধ্যে বেশির ভাগ হোটেল-মোটেল বুকিং রয়েছে। ডিসেম্বর মাসজুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম হচ্ছে। ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করছেন।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসেম্বর জুড়ে পর্যটকদের চাপ থাকে। তাই সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে, যাতে পর্যটকেরা কোনো হয়রানির শিকার না হন।’

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত হন পর্যটকেরা। ২০২২ সালকে স্বাগত জানাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আর এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে দেশের দূর-দূরান্ত থেকে পর্যটকেরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতেছেন সাগরকন্যা কুয়াকাটায়।
আজ শুক্রবার একদিকে সাপ্তাহিক ছুটি, অন্যদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বিভিন্ন হোটেল-মোটেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।
প্রতিবছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্রসৈকত। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে থাকে উপচে পড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসেন এখানে। এর ধারাবাহিকতায় এবারও ভিড় রয়েছে কুয়াকাটায়। এবার আগত পর্যটকদের বিনোদনে যুক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের অথই জলে জেগে ওঠা চর বিজয় এবং সুন্দরবনে নৌভ্রমণ।
গাজীপুর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা শান্তা বলেন, ‘পরিবার, বন্ধুবান্ধব নিয়ে কুয়াকাটায় আসলাম। বছরের শেষ সূর্যাস্ত দেখছি। বেশ আনন্দ করছে বাচ্চারা। অনেক ভালো লাগছে।’
মাদারীপুর থেকে আসা রাতুল বলেন, ‘২০২১ সালের সূর্যাস্ত ও ২২ সালের সূর্যোদয় কুয়াকাটায় দেখতে আমরা আজকে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থাটাও সন্তোষজনক। আরও দুদিন কুয়াকাটায় থাকব।’
থার্টি ফার্স্ট উপলক্ষে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন কুয়াকাটায় না হলেও প্রথম শ্রেণির হোটেলগুলো তাদের নিজস্ব অতিথিদের জন্য রেখেছে কিছু অভ্যন্তরীণ আয়োজন, আর সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
হোটেল ওশান ভিউর ব্যবস্থাপক আল-আমিন বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে আমাদের হোটেলের পর্যটকদের জন্য বিভিন্ন আয়োজন রেখেছি। কিছু রুম অগ্রিম বুকিং হয়েছিল। আজকে বাকিগুলো বুকিং হয়েছে। আপাতত কোনো রুম খালি নেই।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটক এসেছেন। এরই মধ্যে বেশির ভাগ হোটেল-মোটেল বুকিং রয়েছে। ডিসেম্বর মাসজুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম হচ্ছে। ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করছেন।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসেম্বর জুড়ে পর্যটকদের চাপ থাকে। তাই সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে, যাতে পর্যটকেরা কোনো হয়রানির শিকার না হন।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
৩০ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে