আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সুফল পাচ্ছে না জনগণ। ওই সেতু দুটির পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মিত হয়। মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজ বাস্তবায়ন করে।
সরেজমিনে দেখা যায়, ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য কোনো সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, এর পর রয়েছে ফসলি মাঠ। ফলে সেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল চোখে পড়ে না খুব একটা।
অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা।
স্থানীয় বাসিন্দা করিম সরদার জানান, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও স্থানীয়দের কোনো কাজে আসছে না। কারণ দুটি সেতুরই সংযোগ সড়ক নেই। আমরা চাই অতি দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সুফল পাচ্ছে না জনগণ। ওই সেতু দুটির পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মিত হয়। মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজ বাস্তবায়ন করে।
সরেজমিনে দেখা যায়, ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য কোনো সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, এর পর রয়েছে ফসলি মাঠ। ফলে সেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল চোখে পড়ে না খুব একটা।
অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা।
স্থানীয় বাসিন্দা করিম সরদার জানান, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও স্থানীয়দের কোনো কাজে আসছে না। কারণ দুটি সেতুরই সংযোগ সড়ক নেই। আমরা চাই অতি দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৪ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৯ মিনিট আগে