আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সুফল পাচ্ছে না জনগণ। ওই সেতু দুটির পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মিত হয়। মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজ বাস্তবায়ন করে।
সরেজমিনে দেখা যায়, ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য কোনো সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, এর পর রয়েছে ফসলি মাঠ। ফলে সেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল চোখে পড়ে না খুব একটা।
অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা।
স্থানীয় বাসিন্দা করিম সরদার জানান, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও স্থানীয়দের কোনো কাজে আসছে না। কারণ দুটি সেতুরই সংযোগ সড়ক নেই। আমরা চাই অতি দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সুফল পাচ্ছে না জনগণ। ওই সেতু দুটির পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মিত হয়। মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজ বাস্তবায়ন করে।
সরেজমিনে দেখা যায়, ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য কোনো সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, এর পর রয়েছে ফসলি মাঠ। ফলে সেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল চোখে পড়ে না খুব একটা।
অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা।
স্থানীয় বাসিন্দা করিম সরদার জানান, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও স্থানীয়দের কোনো কাজে আসছে না। কারণ দুটি সেতুরই সংযোগ সড়ক নেই। আমরা চাই অতি দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে