
পিরোজপুরের ভান্ডারিয়ায় চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অচেতন করে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেছেন। গতকাল সোমবার রাতে ছয়জনকে আসামি করে তিনি এই মামলা করেন।
এর আগে ২১ মে রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ওই স্কুলছাত্রী।
মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী বিভিন্ন সময় স্কুলে যাওয়ার পথে একই এলাকার ইয়াকুব হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) তাঁকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি অভিযুক্ত সাইফুলের পরিবারের লোকজনকে জানালে সাইফুল তাঁকে বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দেন। বিষয়টি স্থানীয়দের জানালে তিনি আরও ক্ষিপ্ত হন। এরই জের ধরে ওই রাতে সাইফুল পাঁচজন সহযোগীসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন সহযোগী নিয়ে ওই দিন গভীর রাতে নাকে চেতনানাশক স্প্রে করে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান। এ সময় বাধা দিলে পরিবারের অন্য সদস্যদেরও চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করেন তাঁরা। এ সময় ঘরে থাকা ৩ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। পরের দিন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতী জানান, গতকাল সোমবার দুপুরে একই পরিবারের চার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বাকি আসামিদের নাম জানানো যাচ্ছে না বলে জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির...
৩ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে