নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর ববির ১ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক টিকলি শরিফ মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ‘জুলাই অভ্যুত্থানে’ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্রদলের দাবি, টিকলি শরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে ছাত্রদলের কয়েকজন সদস্য তাঁকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মামুন ও তরিকুলকেও আটক করা হয়।
তবে টিকলি শরিফ বলেন, ‘আমার বুধবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমি লাইব্রেরিতে পড়ছিলাম। সন্ধ্যায় বাইরে বের হলে আমার জুনিয়রদের সঙ্গে দেখা হয়, আমরা চা খেতে গেলে সেখান থেকে আমাদের আটক করা হয়।’
টিকলি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে যে কেউ ভালোবাসা থেকে সংগঠনের কাজ করতে পারে।’
ছাত্রদলের সাবেক সদস্য মিনহাজুল ইসলাম বলেন, ‘খুলনা মহানগর শাখা ছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ক্যাম্পাসে এসে গোপনে কার্যক্রম চালায়। তখন আমার জুনিয়ররা তাঁকে দেখে আটক করে প্রক্টর ম্যামের মাধ্যমে পুলিশে হস্তান্তর করি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি সাংবাদিকেদের বলেন, ‘কিছু শিক্ষার্থী আমাকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর ববির ১ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক টিকলি শরিফ মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ‘জুলাই অভ্যুত্থানে’ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্রদলের দাবি, টিকলি শরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে ছাত্রদলের কয়েকজন সদস্য তাঁকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মামুন ও তরিকুলকেও আটক করা হয়।
তবে টিকলি শরিফ বলেন, ‘আমার বুধবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমি লাইব্রেরিতে পড়ছিলাম। সন্ধ্যায় বাইরে বের হলে আমার জুনিয়রদের সঙ্গে দেখা হয়, আমরা চা খেতে গেলে সেখান থেকে আমাদের আটক করা হয়।’
টিকলি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে যে কেউ ভালোবাসা থেকে সংগঠনের কাজ করতে পারে।’
ছাত্রদলের সাবেক সদস্য মিনহাজুল ইসলাম বলেন, ‘খুলনা মহানগর শাখা ছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ক্যাম্পাসে এসে গোপনে কার্যক্রম চালায়। তখন আমার জুনিয়ররা তাঁকে দেখে আটক করে প্রক্টর ম্যামের মাধ্যমে পুলিশে হস্তান্তর করি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি সাংবাদিকেদের বলেন, ‘কিছু শিক্ষার্থী আমাকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে