Ajker Patrika

অস্ত্রের মুখে টাকা-গয়না লুট করে গ্রামেই লুকিয়ে ছিল ৬ ডাকাত, সকালে ধরল জনতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
স্থানীয় বাড়িতে ডাকাতদের আটকে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আটক করে। ছবি: ভিডিও থেকে নেওয়া
স্থানীয় বাড়িতে ডাকাতদের আটকে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আটক করে। ছবি: ভিডিও থেকে নেওয়া

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক বাড়ির সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও স্বর্ণঙ্কার লুট করে একদল ডাকাত। পরে ওই পরিবারের সদস্যসহ স্থানীয়রা সন্দেহের বশে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা ডাকাতির করা লোকদের শনাক্তের পুলিশে সোপর্দ করে। এ সময় লুট করা অর্থ ও গয়না উদ্ধার করা হয়।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে গামুরতলার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়।

আটক ব্যক্তিরা হলেন—ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০), এবং রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুজন গামুরতলা গ্রামের এবং চারজন আমতলী উপজেলার বাসিন্দা।

স্থানীয় আবুল হাসেমের বাড়ি থেকে সবাইকে আটক করা হয়। এদের মধ্যে দুজনের নামে আগেই ডাকাতির মামলা আছে।

লুটপাটের পর আলমারিতে থাকা জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
লুটপাটের পর আলমারিতে থাকা জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে গামুরতলার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে রাখে। তারা দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এদিকে ওই এলাকার আবুল হাসেমের বাড়িতে গত কয়েক দিন ধরে কিছু যুবক সন্দেহজনকভাবে আসা যাওয়া করছিলেন। সেই সন্দেহে তাঁর বাড়িতে যান রাসেল হাওলাদার ও তাঁর স্ত্রী

নুপুর বেগম। সঙ্গে স্থানীয় কয়েকজন ছিলেন। তাঁরা গিয়ে ডাকাতদের শনাক্ত করে পুলিশ দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত