ভোলা প্রতিনিধি

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, আজ শামসুল হুদা (৫৪) নামের এক ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলী-৯ লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ভোররাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে স্টাফ অফিসার (অপারেশনস) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেস ভোলা থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।
ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কোস্ট গার্ডের যানবাহনযোগে ভোলা সদরের সরকারি হাসপাতালে স্থানান্তর করে।
পরে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লিখিত ঘটনাটি এর একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, আজ শামসুল হুদা (৫৪) নামের এক ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলী-৯ লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ভোররাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে স্টাফ অফিসার (অপারেশনস) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেস ভোলা থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।
ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কোস্ট গার্ডের যানবাহনযোগে ভোলা সদরের সরকারি হাসপাতালে স্থানান্তর করে।
পরে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লিখিত ঘটনাটি এর একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে