প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠকে নিজের আওতায় আনতে ব্লেড ও কাচ ভাঙা দিয়ে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে গোলাম রহমান সোহেল হাওলার নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আজ সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের ছাত্র ও এলাকার শিশু-কিশোররা স্কুল মাঠে খেলাধুলা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতার ভাই, সাবেক চেয়ারম্যান এবং বিদ্যালয়ের সভাপতি নুরে আলম নীরবের ভাতিজা গোলাম রহমান সোহেল হাওলাদার গত ২৮ জুলাই স্কুলমাঠে ব্লেড এবং কাচ ভাঙা দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
স্থানীয় লোকজন ও স্কুলের ছাত্ররা মিলে মাঠে বিছানো সেই ব্লেড ও কাচ ভাঙা তুলে ফেলে। কিন্তু প্রভাবশালী সোহেল হাওলাদার মাঠের কাচ ভাঙা ওঠানো দেখে পরদিন ২৯ জুলাই সকালে তিনি ফের বাজার থেকে ব্লেড এনে সম্পূর্ণ মাঠে ছিটিয়ে দেন।
এলাকাবাসীরা জানান, এই লকডাউনে এলাকার ছোট ছোট ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই পথ থেকে একমাত্র খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু এই খেলাধুলাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুর রব কাজী, ইউপি সদস্য ও স্কুলের সভাপতিকে জানানো হলে তারা বিষয়টি আমলে না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ইউএনও পুলিশ নিয়ে গত ২ আগস্ট ও ৩ আগস্ট সেই স্কুল মাঠে গিয়ে ঘটনা সরেজমিনে পরিদর্শনে যান। স্কুল মাঠে ব্লেড ও কাচ ভাঙা দেখতে পেয়ে সেগুলো অপসারণের ব্যবস্থা করেন।
ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব কামাল হোসেন বলেন বিষয়টি দুঃখজনক আমি গতকাল খবর পেয়েছি এবং খুব দ্রুতই একটি মিটিং এ বসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে এলাকার প্রভাবশালী মহলের কাছে আমরা জিম্মি।
অভিযুক্ত গোলাম রহমান সোহেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, বহিরাগত কিছু লোক এইখানে খেলাধুলা করে বিদায় বাধা দিয়েছি। কিন্তু স্কুলে কাচ বা ব্লেড ভাঙা ফেলে রাখেনি। কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্থানীয় গোলাম রহমান সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে ব্লেড ও কাচ ভাঙা ফেলে রেখেছে এমন খবর পেয়ে আমি দুই দিন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি।

ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠকে নিজের আওতায় আনতে ব্লেড ও কাচ ভাঙা দিয়ে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে গোলাম রহমান সোহেল হাওলার নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আজ সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের ছাত্র ও এলাকার শিশু-কিশোররা স্কুল মাঠে খেলাধুলা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতার ভাই, সাবেক চেয়ারম্যান এবং বিদ্যালয়ের সভাপতি নুরে আলম নীরবের ভাতিজা গোলাম রহমান সোহেল হাওলাদার গত ২৮ জুলাই স্কুলমাঠে ব্লেড এবং কাচ ভাঙা দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
স্থানীয় লোকজন ও স্কুলের ছাত্ররা মিলে মাঠে বিছানো সেই ব্লেড ও কাচ ভাঙা তুলে ফেলে। কিন্তু প্রভাবশালী সোহেল হাওলাদার মাঠের কাচ ভাঙা ওঠানো দেখে পরদিন ২৯ জুলাই সকালে তিনি ফের বাজার থেকে ব্লেড এনে সম্পূর্ণ মাঠে ছিটিয়ে দেন।
এলাকাবাসীরা জানান, এই লকডাউনে এলাকার ছোট ছোট ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এই পথ থেকে একমাত্র খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু এই খেলাধুলাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুর রব কাজী, ইউপি সদস্য ও স্কুলের সভাপতিকে জানানো হলে তারা বিষয়টি আমলে না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ইউএনও পুলিশ নিয়ে গত ২ আগস্ট ও ৩ আগস্ট সেই স্কুল মাঠে গিয়ে ঘটনা সরেজমিনে পরিদর্শনে যান। স্কুল মাঠে ব্লেড ও কাচ ভাঙা দেখতে পেয়ে সেগুলো অপসারণের ব্যবস্থা করেন।
ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব কামাল হোসেন বলেন বিষয়টি দুঃখজনক আমি গতকাল খবর পেয়েছি এবং খুব দ্রুতই একটি মিটিং এ বসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে এলাকার প্রভাবশালী মহলের কাছে আমরা জিম্মি।
অভিযুক্ত গোলাম রহমান সোহেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, বহিরাগত কিছু লোক এইখানে খেলাধুলা করে বিদায় বাধা দিয়েছি। কিন্তু স্কুলে কাচ বা ব্লেড ভাঙা ফেলে রাখেনি। কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্থানীয় গোলাম রহমান সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি ফুল কাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে ব্লেড ও কাচ ভাঙা ফেলে রেখেছে এমন খবর পেয়ে আমি দুই দিন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৮ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৬ মিনিট আগে