মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে হামলা করে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সাঈদ ব্যাপারীর ঘর ভেঙে নেয় প্রতিপক্ষের লোকজন। আর এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে মুলাদী থানা-পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদার নামের একজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী সাঈদ ব্যাপারীর স্ত্রী জান্নাত আক্তার বলেন, একই গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে রিয়াজ চৌকিদারের নেতৃত্বে ১৪-১৫ জন হামলা চালিয়ে ঘর ভেঙে নিয়েছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়।
জান্নাত আক্তার আরও জানান, জমি নিয়ে আব্দুর রব চৌকিদারের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জেরে সাঈদ ব্যাপারীর নামে মামলা হলে শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাঈদ ব্যাপারী না থাকায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদ চৌকিদার, মিরাজ, নিরব, মিরনসহ ১৪-১৫ জন লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা হাত বোমা ফাটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে জান্নাতকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে রানী বেগম, নাছিমা বেগম, নবীনসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জান্নাত আক্তার বাদী হয়ে রিয়াদ চৌকিদারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করলে পুলিশ শনিবার দুপুরে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ঘর ভেঙে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে হামলা করে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সাঈদ ব্যাপারীর ঘর ভেঙে নেয় প্রতিপক্ষের লোকজন। আর এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে মুলাদী থানা-পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদার নামের একজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী সাঈদ ব্যাপারীর স্ত্রী জান্নাত আক্তার বলেন, একই গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে রিয়াজ চৌকিদারের নেতৃত্বে ১৪-১৫ জন হামলা চালিয়ে ঘর ভেঙে নিয়েছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়।
জান্নাত আক্তার আরও জানান, জমি নিয়ে আব্দুর রব চৌকিদারের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জেরে সাঈদ ব্যাপারীর নামে মামলা হলে শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাঈদ ব্যাপারী না থাকায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদ চৌকিদার, মিরাজ, নিরব, মিরনসহ ১৪-১৫ জন লোক রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা হাত বোমা ফাটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে জান্নাতকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে রানী বেগম, নাছিমা বেগম, নবীনসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জান্নাত আক্তার বাদী হয়ে রিয়াদ চৌকিদারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করলে পুলিশ শনিবার দুপুরে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ঘর ভেঙে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে