পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বটতলা থেকে চরখালী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই মানববন্ধন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফইজুর রশিদ খসরু জমাদ্দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইফতার মাহফিলকে কেন্দ্র করে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না হলে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবেন আওয়ামী লীগের নেতারা।
১৭ এপ্রিল ইফতার মাহফিলকে কেন্দ্র করে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হলে পরে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে ভাঙচুর করা হয়। এ ঘটনার আট দিন পর তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ ৩২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির (জেপির) উপজেলা জাতীয় যুব সংহতির সদস্যসচিব মামুন অর রশিদ।

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বটতলা থেকে চরখালী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই মানববন্ধন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফইজুর রশিদ খসরু জমাদ্দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইফতার মাহফিলকে কেন্দ্র করে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না হলে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবেন আওয়ামী লীগের নেতারা।
১৭ এপ্রিল ইফতার মাহফিলকে কেন্দ্র করে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হলে পরে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে ভাঙচুর করা হয়। এ ঘটনার আট দিন পর তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ ৩২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির (জেপির) উপজেলা জাতীয় যুব সংহতির সদস্যসচিব মামুন অর রশিদ।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩১ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগে