আমতলী (বরগুনা) প্রতিনিধি

ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছেন হাতেম পাহলান নামে ৬৫ বছরের এক বৃদ্ধ। বৃদ্ধের অভিযোগ মামলা তুলে না নিলে তাঁর ঘরে আগুন দিয়ে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন তাঁর ভাতিজারা। তাঁদের ভয়ে গত এক সপ্তাহ ধরে তিনি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বৃদ্ধ হাতেম পাহলানের ছেলে সন্তান না থাকায় ২০১৪ সালে তাঁর ছয় মেয়ের নামে ৪৬ শতাংশ জমি দলিল করে দেন। এতে ক্ষিপ্ত হয় ভাইয়ের ছেলে মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান। গত ২২ জানুয়ারি ওই জমির মুগডাল খেতে জোরপূর্বক মনু পাহলান ড্রেন কাটেন। এতে বৃদ্ধ হাতেম পাহলান বাধা দিলে তাঁর মেয়ে কমলা ও জামাতাসহ ৮ জনকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে মনু পাহলান ও তাঁর সহযোগীরা। তাঁদের ভয়ে ঘটনার ১৫ দিনেও আমতলী থানায় মামলা করতে সাহস পাননি বৃদ্ধ।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি হাতেম পাহলান ১১ জনকে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান ওই মামলাটি আমলে নেন। এরপর তিনি আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে মামলা দায়েরের পরপরই বৃদ্ধের ভাতিজা মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান তাঁকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। মামলা তুলে না নিলে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেন এমন অভিযোগ বৃদ্ধ হাতেম পাহলানের। ভাইয়ের ছেলেদের ভয়ে তিনি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। গত এক সপ্তাহ ধরে তাঁরা বাড়ি যেতে পারছেন না।
বৃদ্ধের মেয়ে কমলা বেগম বলেন, ‘মামলা তুলে না নিলে মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান ও তাঁর লোকজন ঘরে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা তাঁদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’
বৃদ্ধ হাতেম পাহলান কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মুই আদালতে মামলা হরে বিপদে পরছি। মামলা তুইল্ল্যা না নিলে ঘরে আগুন দিয়া মোরে পুইর্যা মারবে। মুই ওগো ডরে গত এক সপ্তাহ ধইর্যা বাড়ি যাইতে পারি না। বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় পলাইয়্যা থাহি। মুই বৃদ্ধ মানুষ, এত যন্ত্রনা সয় না।’
বৃদ্ধ আরও বলেন, ‘মোর পোলা নাই ছয়ডা মাইয়্যা। মুই মাইয়্যাগো জমি লেইখ্যা দিছি, হেইতে ভাইয়ের পোলা মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান ক্ষিপ্ত হয়ে মোর জমি জোরপূর্বক ভোগ দখল করছে। মুই এইয়্যার বিচার চাই।’
মামলার আসামি মনু পাহলান জীবন নাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, ‘চাচা আমাদের বঞ্চিত করে মেয়েদের নামে জমি লিখে দিয়েছেন।’
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশ মতে মামলা এহাজার হিসেবে গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছেন হাতেম পাহলান নামে ৬৫ বছরের এক বৃদ্ধ। বৃদ্ধের অভিযোগ মামলা তুলে না নিলে তাঁর ঘরে আগুন দিয়ে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন তাঁর ভাতিজারা। তাঁদের ভয়ে গত এক সপ্তাহ ধরে তিনি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বৃদ্ধ হাতেম পাহলানের ছেলে সন্তান না থাকায় ২০১৪ সালে তাঁর ছয় মেয়ের নামে ৪৬ শতাংশ জমি দলিল করে দেন। এতে ক্ষিপ্ত হয় ভাইয়ের ছেলে মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান। গত ২২ জানুয়ারি ওই জমির মুগডাল খেতে জোরপূর্বক মনু পাহলান ড্রেন কাটেন। এতে বৃদ্ধ হাতেম পাহলান বাধা দিলে তাঁর মেয়ে কমলা ও জামাতাসহ ৮ জনকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে মনু পাহলান ও তাঁর সহযোগীরা। তাঁদের ভয়ে ঘটনার ১৫ দিনেও আমতলী থানায় মামলা করতে সাহস পাননি বৃদ্ধ।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি হাতেম পাহলান ১১ জনকে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান ওই মামলাটি আমলে নেন। এরপর তিনি আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে মামলা দায়েরের পরপরই বৃদ্ধের ভাতিজা মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান তাঁকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। মামলা তুলে না নিলে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেন এমন অভিযোগ বৃদ্ধ হাতেম পাহলানের। ভাইয়ের ছেলেদের ভয়ে তিনি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। গত এক সপ্তাহ ধরে তাঁরা বাড়ি যেতে পারছেন না।
বৃদ্ধের মেয়ে কমলা বেগম বলেন, ‘মামলা তুলে না নিলে মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান ও তাঁর লোকজন ঘরে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা তাঁদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’
বৃদ্ধ হাতেম পাহলান কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মুই আদালতে মামলা হরে বিপদে পরছি। মামলা তুইল্ল্যা না নিলে ঘরে আগুন দিয়া মোরে পুইর্যা মারবে। মুই ওগো ডরে গত এক সপ্তাহ ধইর্যা বাড়ি যাইতে পারি না। বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় পলাইয়্যা থাহি। মুই বৃদ্ধ মানুষ, এত যন্ত্রনা সয় না।’
বৃদ্ধ আরও বলেন, ‘মোর পোলা নাই ছয়ডা মাইয়্যা। মুই মাইয়্যাগো জমি লেইখ্যা দিছি, হেইতে ভাইয়ের পোলা মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান ক্ষিপ্ত হয়ে মোর জমি জোরপূর্বক ভোগ দখল করছে। মুই এইয়্যার বিচার চাই।’
মামলার আসামি মনু পাহলান জীবন নাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, ‘চাচা আমাদের বঞ্চিত করে মেয়েদের নামে জমি লিখে দিয়েছেন।’
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশ মতে মামলা এহাজার হিসেবে গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে