নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছ থেকে তা জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের বিএডিসির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হামলার শিকার হন। মঙ্গলবার রাতে এ ঘটনায় নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজিব বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯০০ জনের বিরুদ্ধে মামলা করে। উভয় মামলায় নগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে আসামি করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, সংঘর্ষের দিন বিএনপি নেতা জিয়াকে কুপিয়ে জখম করা হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অ্যাডভোকেট ইমন আরও বলেন, তিনি নিশ্চিত যে, জিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছেন, গ্রেপ্তার করে ফের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নগরের চার থানায় করা ছয় মামলায় বিএনপির অন্তত ৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আরিছুল হক আজকের পত্রিকাকে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছ থেকে তা জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের বিএডিসির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হামলার শিকার হন। মঙ্গলবার রাতে এ ঘটনায় নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজিব বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯০০ জনের বিরুদ্ধে মামলা করে। উভয় মামলায় নগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে আসামি করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, সংঘর্ষের দিন বিএনপি নেতা জিয়াকে কুপিয়ে জখম করা হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অ্যাডভোকেট ইমন আরও বলেন, তিনি নিশ্চিত যে, জিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছেন, গ্রেপ্তার করে ফের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নগরের চার থানায় করা ছয় মামলায় বিএনপির অন্তত ৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আরিছুল হক আজকের পত্রিকাকে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২০ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২১ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২৬ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে