ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল। তিনি বলেন, জমি নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকার মসজিদসংলগ্ন রব মেম্বারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। হত্যার শিকার আব্দুর রব হাওলাদার (৫৮) উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক ইউপি সদস্য। নিহত অপর ব্যক্তি আব্দুর রব হাওলাদারের ভাতিজা বেলায়েত হোসেন (৫২)।
নিহত আব্দুর রব স্থানীয় মফেজ হাওলাদারের ছেলে। আর বেলায়েত হোসেন হলেন রব মেম্বারের বড় ভাই মকবুল হোসেনের ছেলে। বেলায়েত ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন আসাদ হোসেন (১৯), শাহজাহান (২৮), সজল হোসেন (২৭) ও মিজান (২৬)। গতকাল রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
রব হাওলাদারের ভাগনে মো. নাসির উদ্দিন বলেন, গতকাল সোমবার বিকেলে মাদকবিরোধী অভিযানে পুলিশ জগাইরাহাট এলাকার খাদেম আলীর ছেলে সজলকে তল্লাশি শেষে ছেড়ে দেয়। পরে রব মেম্বার পুলিশকে তথ্য দিয়ে সজলকে ধরাতে পাঠিয়েছিলেন এমন অভিযোগ তুলে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়।
এদিকে গতকাল রাত ৮টার দিকে ইউপি মেম্বার রব হাওলাদার, তাঁর ভাতিজা বেলায়েত হোসেন, ভাগনে নাসির ও নাসিরের শিশু ছেলে সিয়াম জগইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর ওত পেতে থাকা খাদেম আলী, তাঁর ছেলে সজল, মেহেদী, রাজন, হায়দার, মিজান, শাকিল, শহিদ, জাহিদসহ ভাড়াটিয়া ১৫-২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এ সময় কুপিয়ে রব হাওলাদারকে পাশের খালে ফেলে দেওয়া হয় এবং বেলায়েতকে রাস্তায় রেখে চলে যান তাঁরা। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
রব মেম্বারের ছেলে লেকায়েত হোসেন বলেন, জমি নিয়ে জগইরহাট এলাকার খাদেম হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছিল। এর আগে থেকে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আকতার হোসেন নিশান ও চিকিৎসক আকরাম হোসেন জানান, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে আগেই তাঁদের মৃত্যু হয়েছে। উভয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, গতকাল রাতে দুজনকে কুপিয়ে হত্যার পর রাতেই অভিযান চালিয়ে আসাদ হোসেন, শাহজাহান, সজল হোসেন ও মিজানকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রব মেম্বারের ছেলে লেকায়েত হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২১ জনের নামে মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠির এসপি মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজন হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
এসপি আরও বলেন, জমি নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছে।

ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল। তিনি বলেন, জমি নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকার মসজিদসংলগ্ন রব মেম্বারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। হত্যার শিকার আব্দুর রব হাওলাদার (৫৮) উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক ইউপি সদস্য। নিহত অপর ব্যক্তি আব্দুর রব হাওলাদারের ভাতিজা বেলায়েত হোসেন (৫২)।
নিহত আব্দুর রব স্থানীয় মফেজ হাওলাদারের ছেলে। আর বেলায়েত হোসেন হলেন রব মেম্বারের বড় ভাই মকবুল হোসেনের ছেলে। বেলায়েত ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন আসাদ হোসেন (১৯), শাহজাহান (২৮), সজল হোসেন (২৭) ও মিজান (২৬)। গতকাল রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
রব হাওলাদারের ভাগনে মো. নাসির উদ্দিন বলেন, গতকাল সোমবার বিকেলে মাদকবিরোধী অভিযানে পুলিশ জগাইরাহাট এলাকার খাদেম আলীর ছেলে সজলকে তল্লাশি শেষে ছেড়ে দেয়। পরে রব মেম্বার পুলিশকে তথ্য দিয়ে সজলকে ধরাতে পাঠিয়েছিলেন এমন অভিযোগ তুলে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়।
এদিকে গতকাল রাত ৮টার দিকে ইউপি মেম্বার রব হাওলাদার, তাঁর ভাতিজা বেলায়েত হোসেন, ভাগনে নাসির ও নাসিরের শিশু ছেলে সিয়াম জগইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর ওত পেতে থাকা খাদেম আলী, তাঁর ছেলে সজল, মেহেদী, রাজন, হায়দার, মিজান, শাকিল, শহিদ, জাহিদসহ ভাড়াটিয়া ১৫-২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এ সময় কুপিয়ে রব হাওলাদারকে পাশের খালে ফেলে দেওয়া হয় এবং বেলায়েতকে রাস্তায় রেখে চলে যান তাঁরা। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
রব মেম্বারের ছেলে লেকায়েত হোসেন বলেন, জমি নিয়ে জগইরহাট এলাকার খাদেম হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছিল। এর আগে থেকে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আকতার হোসেন নিশান ও চিকিৎসক আকরাম হোসেন জানান, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে আগেই তাঁদের মৃত্যু হয়েছে। উভয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, গতকাল রাতে দুজনকে কুপিয়ে হত্যার পর রাতেই অভিযান চালিয়ে আসাদ হোসেন, শাহজাহান, সজল হোসেন ও মিজানকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রব মেম্বারের ছেলে লেকায়েত হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২১ জনের নামে মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠির এসপি মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজন হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
এসপি আরও বলেন, জমি নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৭ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪০ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে