Ajker Patrika

কুয়াকাটায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৬: ৫৭
কুয়াকাটায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় 

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিন এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা হয়েছে কুয়াকাটার আলীপুরে।

খোলা আকাশের নিচে তিন শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি করেছেন আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজের আগে আগত মুসল্লিদর উদ্দেশে বয়ান পেশ করেন ইসলামি আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন এবং আল্লাহর দরবারে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ।

নামাজে অংশগ্রহণকারী মুসল্লি খাইরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা খুব বিপদে আছে। বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন। বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অওয়াসাল্লামের সুন্নত। তাই আমরা এ নামাজ আদায় করছি।’

বৃষ্টির জন্য সম্মিলিতভাবে আজান, একামত ছাড়া জামাতে দুই রাকাত নামাজ আদায় করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইস্তিসকা’। ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত