নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিএম কলেজের অধ্যক্ষের সঙ্গে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে শিক্ষক পরিষদের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় সভা হয়।
কলেজের একাধিক শিক্ষক জানিয়েছেন, নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত আসবেন এমন খবরে দুপুর ১টার দিকে ছাত্রলীগের কিছু কর্মী এসে লাইব্রেরি ভবনের শিক্ষক মিলনায়তন খুলে দিতে অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়াকে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ রাজি না হয়ে তাঁর কার্যালয়ে নৌকার প্রার্থীকে আসার প্রস্তাব দেন। পরে পাশের প্রশাসনিক ভবনের শিক্ষক পরিষদে বসার প্রস্তাব দেন পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার। এ নিয়ে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হন।
ঘটনাস্থলে উপস্থিত ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শিক্ষক মিলনায়তন খুলে দিতে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ গোলাম কিবরিয়া তাতে গড়িমসি করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনি চেয়ারে বসে মেয়র সাদিকের জন্মদিন পালন করছেন। এখন মেয়র প্রার্থী খোকন ভাই আসায় টালবাহানা করছেন। তখন কাউন্সিলর বিপ্লব ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেন।
এ প্রসঙ্গে উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইউম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে এটা ঠিক যে মেয়র প্রার্থীর আসাকে কেন্দ্র করে শিক্ষক মিলনায়তন ব্যবহার নিয়ে কলেজে টানাপোড়েন হয়েছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বুধবার বেলা পৌনে ২টায় কলেজে আসেন। তিনি শিক্ষক পরিষদের কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তবে এসব নিয়ে কলেজে কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন অধ্যক্ষ।

বরিশাল বিএম কলেজের অধ্যক্ষের সঙ্গে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে শিক্ষক পরিষদের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় সভা হয়।
কলেজের একাধিক শিক্ষক জানিয়েছেন, নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত আসবেন এমন খবরে দুপুর ১টার দিকে ছাত্রলীগের কিছু কর্মী এসে লাইব্রেরি ভবনের শিক্ষক মিলনায়তন খুলে দিতে অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়াকে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ রাজি না হয়ে তাঁর কার্যালয়ে নৌকার প্রার্থীকে আসার প্রস্তাব দেন। পরে পাশের প্রশাসনিক ভবনের শিক্ষক পরিষদে বসার প্রস্তাব দেন পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার। এ নিয়ে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হন।
ঘটনাস্থলে উপস্থিত ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শিক্ষক মিলনায়তন খুলে দিতে অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ গোলাম কিবরিয়া তাতে গড়িমসি করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনি চেয়ারে বসে মেয়র সাদিকের জন্মদিন পালন করছেন। এখন মেয়র প্রার্থী খোকন ভাই আসায় টালবাহানা করছেন। তখন কাউন্সিলর বিপ্লব ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেন।
এ প্রসঙ্গে উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইউম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে এটা ঠিক যে মেয়র প্রার্থীর আসাকে কেন্দ্র করে শিক্ষক মিলনায়তন ব্যবহার নিয়ে কলেজে টানাপোড়েন হয়েছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বুধবার বেলা পৌনে ২টায় কলেজে আসেন। তিনি শিক্ষক পরিষদের কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তবে এসব নিয়ে কলেজে কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন অধ্যক্ষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে