Ajker Patrika

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১২: ৫৬
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিবুল্লাহ (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মাস্টারবাড়ি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মহিবুল্লাহ উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি বরিশালের চাখার ফজলুল হক কলেজের অনার্সের শিক্ষার্থী। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে চাকামইয়ার নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, শাহজাহান হাওলাদারের দুই ছেলের মধ্যে বড় ছেলে দুই বছর আগে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। 

পুলিশ ও মহিবুল্লাহর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহরের শেখ কামাল সেতুসংলগ্ন এলাকা থেকে দুলাভাই আল আমিনের বাড়ি নয়া মিস্ত্রিপাড়া গ্রামে মোটরসাইকেলযোগে রওনা দেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তাঁর ছোট দুলাভাই সজিব। পথে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন। সজিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত