নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষক প্রতিনিধিদের পাঁচ সদস্যকে বাদ রেখেই ৬ মাস পর আগামীকাল শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিন্ডিকেট সভা বসছে। সভার অ্যাজেন্ডা কী তা উপাচার্য ড. শুচিতা শরমিন ছাড়া কেউ জানেন না। ছাত্র-শিক্ষকদের আশঙ্কা, ঘনিষ্ঠদের পুনর্বাসনে এভাবে সিন্ডিকেট সভা ডেকেছেন উপাচার্য। এর আগে মেয়াদ ৬ মাস বাকি থাকতেই সিন্ডিকেট থেকে দুই শিক্ষককে অপসারণ করেছেন তিনি। এসবের প্রতিবাদে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন। তালা দিয়েছেন উপাচার্যের কার্যালয় ও বাসভবনে।
ক্যাম্পাসে আজ বিকেলে আকস্মিক বিক্ষোভ মিছিল বের করেন একদল শিক্ষার্থী। সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে এ মিছিল থেকে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের লক্ষ্যে গোপনে সিন্ডিকেট সভা ডাকার’ প্রতিবাদ জানানো হয়। মিছিলটি মূল ক্যাম্পাস থেকে ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারীরা একপর্যায়ে উপাচার্যের কার্যালয় ও বাসভবনে তালা দেন।
আন্দোলনকারী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম বলেন, ‘উপাচার্য আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছেন। এ জন্য তিনি গোপনে সিন্ডিকেট সভা ডেকেছেন। আমরা তাঁর পদত্যাগ চাই।’
সিন্ডিকেট থেকে বাদ পড়া সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ হচ্ছে সিন্ডিকেট। সেখানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং প্রভোস্ট পদের পাঁচজনকেই বাদ রেখে সভা ডেকেছেন উপাচার্য। আসলে তাঁর লক্ষ্যই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করা। এ জন্য একাডেমিক কাউন্সিলে এসব পদে কাকে কাকে রাখা যায়, এমন প্রশ্ন উঠলেও তিনি (উপাচার্য) তখন বলেছেন, পরে দেখা যাবে।’
বিশ্ববিদ্যালয়ের এক বিভাগীয় প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে আমরা বিস্মিত যে কোনো উপাচার্য এমন ভয়ভীতি দেখিয়ে চিঠি দিতে পারেন। এই উপাচার্যের সঙ্গে শিক্ষক কিংবা শিক্ষার্থীরা দেখা করতে পারেন না, কথাও বলতে পারেন না।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সিন্ডিকেট আহ্বান করা হয়েছে। তাতে এখনো শিক্ষক প্রতিনিধি যুক্ত হয়নি। সিন্ডিকেটের অ্যাজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি, উপাচার্য এ বিষয়ে জানেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, নিয়ম হলো সিন্ডিকেট সভার চিঠির সঙ্গে সঙ্গে অ্যাজেন্ডা দিয়ে দেওয়া। কিন্তু এখনো সভার অ্যাজেন্ডা কী, তা জানানো হয়নি।
এ ব্যাপারে উপাচার্য ড. শুচিতা শরমিন সাংবাদিকদের বলেন, ‘যাঁরা পতিত স্বৈরাচারের ভাবনাকে এখনো লালন করেন, তাঁরা এখনো ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।’

শিক্ষক প্রতিনিধিদের পাঁচ সদস্যকে বাদ রেখেই ৬ মাস পর আগামীকাল শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিন্ডিকেট সভা বসছে। সভার অ্যাজেন্ডা কী তা উপাচার্য ড. শুচিতা শরমিন ছাড়া কেউ জানেন না। ছাত্র-শিক্ষকদের আশঙ্কা, ঘনিষ্ঠদের পুনর্বাসনে এভাবে সিন্ডিকেট সভা ডেকেছেন উপাচার্য। এর আগে মেয়াদ ৬ মাস বাকি থাকতেই সিন্ডিকেট থেকে দুই শিক্ষককে অপসারণ করেছেন তিনি। এসবের প্রতিবাদে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন। তালা দিয়েছেন উপাচার্যের কার্যালয় ও বাসভবনে।
ক্যাম্পাসে আজ বিকেলে আকস্মিক বিক্ষোভ মিছিল বের করেন একদল শিক্ষার্থী। সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে এ মিছিল থেকে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের লক্ষ্যে গোপনে সিন্ডিকেট সভা ডাকার’ প্রতিবাদ জানানো হয়। মিছিলটি মূল ক্যাম্পাস থেকে ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারীরা একপর্যায়ে উপাচার্যের কার্যালয় ও বাসভবনে তালা দেন।
আন্দোলনকারী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম বলেন, ‘উপাচার্য আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছেন। এ জন্য তিনি গোপনে সিন্ডিকেট সভা ডেকেছেন। আমরা তাঁর পদত্যাগ চাই।’
সিন্ডিকেট থেকে বাদ পড়া সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ হচ্ছে সিন্ডিকেট। সেখানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং প্রভোস্ট পদের পাঁচজনকেই বাদ রেখে সভা ডেকেছেন উপাচার্য। আসলে তাঁর লক্ষ্যই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করা। এ জন্য একাডেমিক কাউন্সিলে এসব পদে কাকে কাকে রাখা যায়, এমন প্রশ্ন উঠলেও তিনি (উপাচার্য) তখন বলেছেন, পরে দেখা যাবে।’
বিশ্ববিদ্যালয়ের এক বিভাগীয় প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে আমরা বিস্মিত যে কোনো উপাচার্য এমন ভয়ভীতি দেখিয়ে চিঠি দিতে পারেন। এই উপাচার্যের সঙ্গে শিক্ষক কিংবা শিক্ষার্থীরা দেখা করতে পারেন না, কথাও বলতে পারেন না।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সিন্ডিকেট আহ্বান করা হয়েছে। তাতে এখনো শিক্ষক প্রতিনিধি যুক্ত হয়নি। সিন্ডিকেটের অ্যাজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি, উপাচার্য এ বিষয়ে জানেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, নিয়ম হলো সিন্ডিকেট সভার চিঠির সঙ্গে সঙ্গে অ্যাজেন্ডা দিয়ে দেওয়া। কিন্তু এখনো সভার অ্যাজেন্ডা কী, তা জানানো হয়নি।
এ ব্যাপারে উপাচার্য ড. শুচিতা শরমিন সাংবাদিকদের বলেন, ‘যাঁরা পতিত স্বৈরাচারের ভাবনাকে এখনো লালন করেন, তাঁরা এখনো ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।’

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১৪ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৮ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে