প্রতিনিধি, বরিশাল

বরিশালে করোনা ও উপসর্গে একদিনে আরও ১৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ ভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। তার মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরিশাল ও ভোলায় দুজন করে এবং পিরোজপুর ও বরগুনায় একজন করে। একই সময়ে বিভাগের ছয় জেলায় এক হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৭৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজন মারা গেছেন। তিনি আরও জানান, আরটি পিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২৮ ভাগ।
সর্বাধিক ২২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬ জনের। শনাক্তের হার ২৫ দশমিক ৮২ ভাগ। ঝালকাঠিতে সর্বনিম্ন ১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১০৪ জনের। জেলাতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ ভাগ।
শনাক্তের হার সবচেয়ে বেশি ভোলা জেলাতে ৩৩ দশমিক ৭৮ ভাগ। জেলায় ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০০ জন পজিটিভ শনাক্ত হন। পটুয়াখালীতে ৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ৩৯০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ ভাগ।
বরগুনা ও পিরোজপুরে শনাক্তের হার যথাক্রমে ১৯ দশমিক ৩৪ এবং ২১ দশমিক ০৯ ভাগ। বরগুনাতে ২১২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন এবং পিরোজপুরে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৯৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ৫৭ জন।

বরিশালে করোনা ও উপসর্গে একদিনে আরও ১৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ ভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। তার মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরিশাল ও ভোলায় দুজন করে এবং পিরোজপুর ও বরগুনায় একজন করে। একই সময়ে বিভাগের ছয় জেলায় এক হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৭৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজন মারা গেছেন। তিনি আরও জানান, আরটি পিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২৮ ভাগ।
সর্বাধিক ২২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬ জনের। শনাক্তের হার ২৫ দশমিক ৮২ ভাগ। ঝালকাঠিতে সর্বনিম্ন ১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১০৪ জনের। জেলাতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ ভাগ।
শনাক্তের হার সবচেয়ে বেশি ভোলা জেলাতে ৩৩ দশমিক ৭৮ ভাগ। জেলায় ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০০ জন পজিটিভ শনাক্ত হন। পটুয়াখালীতে ৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ৩৯০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ ভাগ।
বরগুনা ও পিরোজপুরে শনাক্তের হার যথাক্রমে ১৯ দশমিক ৩৪ এবং ২১ দশমিক ০৯ ভাগ। বরগুনাতে ২১২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন এবং পিরোজপুরে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৯৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ৫৭ জন।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩১ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে