প্রতিনিধি, বরিশাল

বরিশালে করোনা ও উপসর্গে একদিনে আরও ১৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ ভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। তার মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরিশাল ও ভোলায় দুজন করে এবং পিরোজপুর ও বরগুনায় একজন করে। একই সময়ে বিভাগের ছয় জেলায় এক হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৭৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজন মারা গেছেন। তিনি আরও জানান, আরটি পিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২৮ ভাগ।
সর্বাধিক ২২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬ জনের। শনাক্তের হার ২৫ দশমিক ৮২ ভাগ। ঝালকাঠিতে সর্বনিম্ন ১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১০৪ জনের। জেলাতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ ভাগ।
শনাক্তের হার সবচেয়ে বেশি ভোলা জেলাতে ৩৩ দশমিক ৭৮ ভাগ। জেলায় ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০০ জন পজিটিভ শনাক্ত হন। পটুয়াখালীতে ৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ৩৯০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ ভাগ।
বরগুনা ও পিরোজপুরে শনাক্তের হার যথাক্রমে ১৯ দশমিক ৩৪ এবং ২১ দশমিক ০৯ ভাগ। বরগুনাতে ২১২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন এবং পিরোজপুরে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৯৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ৫৭ জন।

বরিশালে করোনা ও উপসর্গে একদিনে আরও ১৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ ভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। তার মধ্যে পটুয়াখালীতে তিনজন, বরিশাল ও ভোলায় দুজন করে এবং পিরোজপুর ও বরগুনায় একজন করে। একই সময়ে বিভাগের ছয় জেলায় এক হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৭৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজন মারা গেছেন। তিনি আরও জানান, আরটি পিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২৮ ভাগ।
সর্বাধিক ২২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬ জনের। শনাক্তের হার ২৫ দশমিক ৮২ ভাগ। ঝালকাঠিতে সর্বনিম্ন ১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১০৪ জনের। জেলাতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ ভাগ।
শনাক্তের হার সবচেয়ে বেশি ভোলা জেলাতে ৩৩ দশমিক ৭৮ ভাগ। জেলায় ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০০ জন পজিটিভ শনাক্ত হন। পটুয়াখালীতে ৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ৩৯০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ ভাগ।
বরগুনা ও পিরোজপুরে শনাক্তের হার যথাক্রমে ১৯ দশমিক ৩৪ এবং ২১ দশমিক ০৯ ভাগ। বরগুনাতে ২১২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন এবং পিরোজপুরে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৯৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ৫৭ জন।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে