ভোলা প্রতিনিধি

ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে দু–পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, ‘দেশি অস্ত্রে জখম হয়ে ৮ জন ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত শনিবার রাতে আর্জেন্টিনার খেলার দিন আর্জেন্টিনা সমর্থকেরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে আর্জেন্টিনার দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুসারী দুই পক্ষ বিভক্ত হয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও পরে আর মীমাংসা হয়নি। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আবার দু–পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে জখম হওয়া হৃদয়সহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ি চালাইয়া ছেলেকে বিএপাশ করাইছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছে। তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।’

ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে দু–পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, ‘দেশি অস্ত্রে জখম হয়ে ৮ জন ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত শনিবার রাতে আর্জেন্টিনার খেলার দিন আর্জেন্টিনা সমর্থকেরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে আর্জেন্টিনার দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুসারী দুই পক্ষ বিভক্ত হয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও পরে আর মীমাংসা হয়নি। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আবার দু–পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে জখম হওয়া হৃদয়সহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ি চালাইয়া ছেলেকে বিএপাশ করাইছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছে। তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।’

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩৩ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪১ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে