Ajker Patrika

অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী হল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৮
অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী হল

অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ১৬ কোটি টাকায় নির্মিত চারতলা নতুন হলটিতে এক বছর ধরে অজুহাত দেখিয়ে ছাত্রীদের উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিকেলেই নোটিশ সাঁটিয়ে হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

গতকাল আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় ঘটে। ছাত্রীরাও আন্দোলনের প্রস্তুতি নেন। ওই দিনই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান স্বাক্ষরিত এক নোটিশে হল খুলে দিয়ে সুযোগ পাওয়া ২৩২ ছাত্রীর নামের তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হলটিতে ডাবলিং করে প্রায় ৬০০ ছাত্রী থাকার সুযোগ রয়েছে।

এদিকে হঠাৎ হল খুলে দেওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। আজ বুধবার সকালে ববি ক্যাম্পাসের উত্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা এরই মধ্যে হলে আসা শুরু করেছেন। অনেকে ভর্তি রসিদ কাটছেন। অনেকে আবার হলে মালামাল রেখে যাচ্ছেন। হলের সামনের রাস্তায় লাইটিং সচল করা হয়েছে। প্রভোস্ট, স্টাফ ও দারোয়ান হলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রীনিবাসটির ২,৩ এ ৪ তলা পর্যন্ত ছাত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। মিল চালুর জন্য চলছে ডাইনিং প্রস্তুত করার কাজ।

ববির নতুন হল খুলে দেওয়ার পর হলের সামনে কয়েকজন ছাত্রী।ওই হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম আয়শা বলেন, ‘হলে সিটের অনেক প্রয়োজন ছিল। কোনো কারণ ছাড়াই প্রায় ৬০০ ছাত্রীকে হলে জায়গা দেওয়া হয়নি। তবে হল চালু হওয়ায় আমরা সন্তুষ্ট।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রী বলেন, ‘হঠাৎ এভাবে হল খুলে দেবে, স্বপ্নেও ভাবিনি। হল খুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।’

নতুন হলে ওঠার আগে সিট বরাদ্দের তালিকা দেখে নেন ছাত্রীরা।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকালই হলটি খুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মেয়েরা চাইলে এখন থেকে যেকোনো সময় হলে উঠতে পারবে। টাকা দিয়ে রসিদ কেটে যাচ্ছে তারা। মৌখিক পরীক্ষায় ২৩২ জনকে সুযোগ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের চার বছরের মেয়াদ। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে হলটি উদ্বোধনের আশায় নতুন এ ছাত্রীনিবাসটি খুলে দেননি তিনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত