পটুয়াখালী ও মির্জাগঞ্জ প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়ন বাজার মোড়ে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় তাঁর বিচারেরও দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দেউলী পল্লী মঙ্গল উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য জাকির হোসেন খান, মোতালেব মৃধা, বাবু শিকদার, প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন প্রমুখ।
এ সময় দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান বলেন, ‘ঐতিহ্যবাহী এই মাধ্যমিক বিদ্যালয় ৫০ বছরের পুরোনো। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সুনাম শেষ করে দিয়েছেন। তাঁর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে বিদ্যালয় আজ ধ্বংসের মুখে। সম্প্রতি বিদ্যালয়ের কাউকে না জানিয়ে গোপনে তিনি একটি কমিটি করেছেন। কমিটিতে জমিদাতাসহ স্থানীয় কাউকে রাখেননি। আমরা এর প্রতিবাদ জানাই।’
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন বলেন, ‘আব্দুস সালামের বিরুদ্ধে এসব অভিযোগ অনেক পুরোনো। তাঁর হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি স্বেচ্ছাচারিতা, অনিয়মের পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি করছেন। এসব বন্ধে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়ন বাজার মোড়ে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় তাঁর বিচারেরও দাবি করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দেউলী পল্লী মঙ্গল উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য জাকির হোসেন খান, মোতালেব মৃধা, বাবু শিকদার, প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন প্রমুখ।
এ সময় দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান বলেন, ‘ঐতিহ্যবাহী এই মাধ্যমিক বিদ্যালয় ৫০ বছরের পুরোনো। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সুনাম শেষ করে দিয়েছেন। তাঁর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে বিদ্যালয় আজ ধ্বংসের মুখে। সম্প্রতি বিদ্যালয়ের কাউকে না জানিয়ে গোপনে তিনি একটি কমিটি করেছেন। কমিটিতে জমিদাতাসহ স্থানীয় কাউকে রাখেননি। আমরা এর প্রতিবাদ জানাই।’
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন বলেন, ‘আব্দুস সালামের বিরুদ্ধে এসব অভিযোগ অনেক পুরোনো। তাঁর হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি স্বেচ্ছাচারিতা, অনিয়মের পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি করছেন। এসব বন্ধে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
৫ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে