নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের নম্বরপ্লেট দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। আজ বুধবার বরিশাল বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ডা. মনিষা বলেন, শুধু বরিশালের চালকদের নম্বরপ্লেট দিচ্ছে বিসিসি। এর মাধ্যমে আসন্ন সিটি নির্বাচনে ইজিবাইকচালক ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকচালক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা। অপর দিকে মেয়র সাদিক আবদুল্লাহও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
ডা. মনিষা বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে আইনি লড়াই করায় মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইক বৈধ যানবহন ঘোষণা করেছেন উচ্চ আদালত। যান্ত্রিক এই যানবহনের কাগজপত্র দেওয়ার এখতিয়ার হচ্ছে বিআরটিএর। কিন্তু চালকদের প্রলোভন দেখিয়ে ইজিবাইকের লাইসেন্স দিচ্ছে বিসিসি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশাল নগরীতে ১০ সহস্রাধিক ইজিবাইকচালক রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা শুধু বরিশাল নগরীর ভোটার তাঁদের গত ২৬ মার্চ ঘটা করে নম্বরপ্লেট ও ব্লু বুক প্রদান করেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ। এতে নম্বরপ্লেটপ্রাপ্ত চালকের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না।
ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালে ইজিবাইকচালকদের অধিকার নিয়ে দীর্ঘ বছর যাবৎ আন্দোলন করছে সংগ্রাম পরিষদ। বিসিসির অসৎ উদ্দেশ্য থাকায় নম্বরপ্লেট প্রদান কার্যক্রমে এ সংগঠনকে যুক্ত করা হয়নি।
বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবি এবং বিসিসির পক্ষপাতিত্বে প্রকৃত চালকেরা নম্বরপ্লেট প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে কাল বৃহস্পতিবার বরিশাল নগরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে।

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের নম্বরপ্লেট দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। আজ বুধবার বরিশাল বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ডা. মনিষা বলেন, শুধু বরিশালের চালকদের নম্বরপ্লেট দিচ্ছে বিসিসি। এর মাধ্যমে আসন্ন সিটি নির্বাচনে ইজিবাইকচালক ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকচালক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা। অপর দিকে মেয়র সাদিক আবদুল্লাহও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
ডা. মনিষা বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে আইনি লড়াই করায় মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইক বৈধ যানবহন ঘোষণা করেছেন উচ্চ আদালত। যান্ত্রিক এই যানবহনের কাগজপত্র দেওয়ার এখতিয়ার হচ্ছে বিআরটিএর। কিন্তু চালকদের প্রলোভন দেখিয়ে ইজিবাইকের লাইসেন্স দিচ্ছে বিসিসি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশাল নগরীতে ১০ সহস্রাধিক ইজিবাইকচালক রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা শুধু বরিশাল নগরীর ভোটার তাঁদের গত ২৬ মার্চ ঘটা করে নম্বরপ্লেট ও ব্লু বুক প্রদান করেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ। এতে নম্বরপ্লেটপ্রাপ্ত চালকের সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে না।
ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালে ইজিবাইকচালকদের অধিকার নিয়ে দীর্ঘ বছর যাবৎ আন্দোলন করছে সংগ্রাম পরিষদ। বিসিসির অসৎ উদ্দেশ্য থাকায় নম্বরপ্লেট প্রদান কার্যক্রমে এ সংগঠনকে যুক্ত করা হয়নি।
বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবি এবং বিসিসির পক্ষপাতিত্বে প্রকৃত চালকেরা নম্বরপ্লেট প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে কাল বৃহস্পতিবার বরিশাল নগরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৯ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৯ মিনিট আগে