নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী।
বীথি আক্তারের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ছয় মাস আগে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফাহিম বিয়ে করে। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে তারা মারধর করত। গতকাল আমার মেয়েকে মারধর করে, পরে নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।’
ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। যত দূর জানি দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে জানান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বীথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বীথির লাশ নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য।
স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার বলেন, ‘হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি।’
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।’

পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং একই ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী।
বীথি আক্তারের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত ছয় মাস আগে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফাহিম বিয়ে করে। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে তারা মারধর করত। গতকাল আমার মেয়েকে মারধর করে, পরে নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।’
ওয়ার্ড চৌকিদার মো. মাসুম হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। যত দূর জানি দুই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যরা মেরে ফেলেছে বলে জানান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বীথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বীথির লাশ নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য।
স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার বলেন, ‘হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি।’
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘লাশ থানায় আনা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে