মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী পরিচয় দিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি প্রতীকের মিছিল শেষে মুলাদী প্রেসক্লাবের সামনে এক নির্বাচনী পথসভার বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।
হাতুড়ি প্রতীকের প্রার্থী টিপু সুলতান বলেন, ‘২০০৮ সালের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ছিল। ওই জোট ৪ দলীয় জোটের বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন সংগ্রাম করেছিল। ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টি যুক্ত হলেও মহাজোটের শরিক হয়নি তারা।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনুসহ মহাজোটের শরিকেরা অনেকেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন না।’
মহাজোটভুক্ত হলে অবশ্যই তারা আওয়ামী লীগের আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতেন কিংবা নৌকা প্রতীকে নির্বাচন করতেন বলে দাবি করেন টিপু সুলতান।
উল্লেখ্য, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু উভয়েই নিজেদের মহাজোটের প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মোহসীন উদ্দীন খান, আ. লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মোতালেব হোসেন ব্যাপারী, ফারুক আকন, সেন্টু আকন, নান্নু প্যাদা প্রমুখ।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী পরিচয় দিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি প্রতীকের মিছিল শেষে মুলাদী প্রেসক্লাবের সামনে এক নির্বাচনী পথসভার বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।
হাতুড়ি প্রতীকের প্রার্থী টিপু সুলতান বলেন, ‘২০০৮ সালের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ছিল। ওই জোট ৪ দলীয় জোটের বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন সংগ্রাম করেছিল। ২০০৮ সালে নির্বাচনে জাতীয় পার্টি যুক্ত হলেও মহাজোটের শরিক হয়নি তারা।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনুসহ মহাজোটের শরিকেরা অনেকেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন না।’
মহাজোটভুক্ত হলে অবশ্যই তারা আওয়ামী লীগের আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতেন কিংবা নৌকা প্রতীকে নির্বাচন করতেন বলে দাবি করেন টিপু সুলতান।
উল্লেখ্য, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু উভয়েই নিজেদের মহাজোটের প্রার্থী বলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মোহসীন উদ্দীন খান, আ. লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মোতালেব হোসেন ব্যাপারী, ফারুক আকন, সেন্টু আকন, নান্নু প্যাদা প্রমুখ।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে