পটুয়াখালী প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে এখনো কোনো কিছুরই পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। আপনারা লুটপাট করবেন, ভোটের মাঠে জনগণ শিক্ষা দিয়ে দেবে। আগের দিন নেই আর এখন। সিল পিটিয়ে এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান-মেয়র হবেন, সেই দিন আর নেই। ডিসি-এসপিরা দিনের ভোট রাতে করে দেবেন, সেই দিন আর নেই।
জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে গতকাল সোমবার রাতে পটুয়াখালীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ‘পটুয়াখালীবাসীকে বলব, এই ধুরন্ধর ডিসি যদি থাকে, মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন টাকার বিনিময়ে সবকিছু তার মতো করে করেছেন। তাই এই ডিসিকে পটুয়াখালীতে রাখা যাবে না। উপদেষ্টাদের বলব, জনপ্রশাসন সচিবকে বলব, তারা এই ডিসিকে না সরালে আমরা সরিয়ে দেব। তিনি আরও বলেন, ‘এই ডিসি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং নিজে রাজনীতিতে নেমেছেন। তাই বলছি, রাজনীতিতে নামছেন ভালো, ডিসিগিরি ছেড়ে রাজনৈতিক মাঠে আসেন, দেখা হবে রাজপথে। গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘তালাক দেওয়া বউকে কেউ ঘরে নেয় না। আমরা এই ডিসিকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন সচিবকে বলব, এই ডিসিকে সরাবেন, অন্যথায় পটুয়াখালীবাসী ওনাকে বেইজ্জতি করে গাট্টিবস্তা গোল করে লঞ্চে তুলে দেব। ৫ আগস্টের পরে যদি এ রকম দলবাজ প্রশাসন থাকে, তাহলে এই প্রশাসন দিয়ে কীভাবে নির্বাচন করবে?’
ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, ‘নির্বাচন নিয়ে আমরাও জোরালো কথা বলেছিলাম। কিন্তু এলাকায় আসিনি তো, এ জন্য টের পাইনি যে এ রকম কেয়ামত শুরু হয়ে গেছে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা আরেকটি কেয়ামত। পটুয়াখালী ও বরিশাল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকার রাস্তায় বড় বড় গাছ ফেলে রামদা, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা নিতে পারে।’
তিনি বলেন, ‘তারা আমাদের পিঠের চামড়া তুলে নেওয়ার স্লোগান দেয়। তাই আসেন ভাইয়েরা, আমরা আছি, চামড়া তুলতে আসেন। আপনারা চামড়া তুলতে আসবেন আর আমরা কি ললিপপ চুষব? তাই সাবধান হয়ে যান। অনেক ফাউল কথা বলেছেন, কিন্তু আমরা ফাউল কথা বলি না। আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরাও খেলতে জানি। আমরা খেলি এবং আমরা খেলব। তবে, আমরা কোনো ফাউল খেলব না।’ তিনি বলেন, ‘বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচন চায় না। কারণ তারা আমার আগেই টের পাইছে এলাকায় এখন থাকতে পারছে না উৎপাতে। আমি টের পাইছি এলাকায় এসে। তাই বলছি, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সামনে নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলাম, কিন্তু এখন তাঁর কাছে ক্ষমা চেয়ে বলব, স্যার, আপনি যখন উপযুক্ত পরিবেশ মনে করবেন এবং যখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সবাই নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি-ধমকি থাকবে না, রাজনৈতিক আধিপত্যের সংস্কৃতি পরিবর্তন হবে, তখনই আপনি নির্বাচনী রোডম্যাপ দেবেন।’
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. শাহ আলম সিকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম প্রমুখ।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে এখনো কোনো কিছুরই পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। আপনারা লুটপাট করবেন, ভোটের মাঠে জনগণ শিক্ষা দিয়ে দেবে। আগের দিন নেই আর এখন। সিল পিটিয়ে এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান-মেয়র হবেন, সেই দিন আর নেই। ডিসি-এসপিরা দিনের ভোট রাতে করে দেবেন, সেই দিন আর নেই।
জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে গতকাল সোমবার রাতে পটুয়াখালীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ‘পটুয়াখালীবাসীকে বলব, এই ধুরন্ধর ডিসি যদি থাকে, মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন টাকার বিনিময়ে সবকিছু তার মতো করে করেছেন। তাই এই ডিসিকে পটুয়াখালীতে রাখা যাবে না। উপদেষ্টাদের বলব, জনপ্রশাসন সচিবকে বলব, তারা এই ডিসিকে না সরালে আমরা সরিয়ে দেব। তিনি আরও বলেন, ‘এই ডিসি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং নিজে রাজনীতিতে নেমেছেন। তাই বলছি, রাজনীতিতে নামছেন ভালো, ডিসিগিরি ছেড়ে রাজনৈতিক মাঠে আসেন, দেখা হবে রাজপথে। গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘তালাক দেওয়া বউকে কেউ ঘরে নেয় না। আমরা এই ডিসিকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন সচিবকে বলব, এই ডিসিকে সরাবেন, অন্যথায় পটুয়াখালীবাসী ওনাকে বেইজ্জতি করে গাট্টিবস্তা গোল করে লঞ্চে তুলে দেব। ৫ আগস্টের পরে যদি এ রকম দলবাজ প্রশাসন থাকে, তাহলে এই প্রশাসন দিয়ে কীভাবে নির্বাচন করবে?’
ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, ‘নির্বাচন নিয়ে আমরাও জোরালো কথা বলেছিলাম। কিন্তু এলাকায় আসিনি তো, এ জন্য টের পাইনি যে এ রকম কেয়ামত শুরু হয়ে গেছে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা আরেকটি কেয়ামত। পটুয়াখালী ও বরিশাল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকার রাস্তায় বড় বড় গাছ ফেলে রামদা, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা নিতে পারে।’
তিনি বলেন, ‘তারা আমাদের পিঠের চামড়া তুলে নেওয়ার স্লোগান দেয়। তাই আসেন ভাইয়েরা, আমরা আছি, চামড়া তুলতে আসেন। আপনারা চামড়া তুলতে আসবেন আর আমরা কি ললিপপ চুষব? তাই সাবধান হয়ে যান। অনেক ফাউল কথা বলেছেন, কিন্তু আমরা ফাউল কথা বলি না। আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরাও খেলতে জানি। আমরা খেলি এবং আমরা খেলব। তবে, আমরা কোনো ফাউল খেলব না।’ তিনি বলেন, ‘বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচন চায় না। কারণ তারা আমার আগেই টের পাইছে এলাকায় এখন থাকতে পারছে না উৎপাতে। আমি টের পাইছি এলাকায় এসে। তাই বলছি, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সামনে নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলাম, কিন্তু এখন তাঁর কাছে ক্ষমা চেয়ে বলব, স্যার, আপনি যখন উপযুক্ত পরিবেশ মনে করবেন এবং যখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সবাই নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি-ধমকি থাকবে না, রাজনৈতিক আধিপত্যের সংস্কৃতি পরিবর্তন হবে, তখনই আপনি নির্বাচনী রোডম্যাপ দেবেন।’
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. শাহ আলম সিকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম প্রমুখ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে