নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও সময়মতো বাস না ছাড়ার অভিযোগে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সেনা ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস কাউন্টারগুলোকে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। কেউ কেউ টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে তাঁরা টাকা ফেরত পান।
ঢাকাগামী যাত্রী কাউসার মাহামুদ বলেন, ‘আমি স্টার ডিলাক্স বাস কাউন্টার থেকে ৮০০ টাকায় টিকিট কাটি। বিকেলে বাস ছাড়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত বাস আসে না। পরে সেনাবাহিনী এলে কাউন্টার মালিক পালিয়ে যান। এরপর আমরা টাকা ফেরত পাই।’
একই কাউন্টার থেকে টিকিট কাটা মো. হাসান বলেন, ‘পাঁচটায় গাড়ি ছাড়ার কথা থাকলেও বাস আসেনি। সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত পেয়েছি।’
আরেক যাত্রী উজ্জ্বল সাহা জানান, তিনি যমুনা লাইন থেকে ১ হাজার টাকায় ঢাকাগামী টিকিট কেনেন। পরে অতিরিক্ত ২০০ টাকা ফেরত পেয়েছেন।
অভিযুক্ত বাস কাউন্টার মালিকেরা বলেন, ‘ঈদের সময় যাত্রী বেশি থাকায় গাড়ির মালিকদের চাপে ভাড়া কিছুটা বাড়ানো হয়। এ ছাড়া ঢাকায় গিয়ে খালি ফিরে আসতে হয়, তাই বাড়তি খরচ পুষিয়ে নিতে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হয়।’
স্থানীয়রা বলেন, ‘ঈদ ও পূজার সময় নিয়মিতভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। প্রশাসনের নজরদারি না থাকায় যাত্রীরা জিম্মি হয়ে পড়ে। সেনাবাহিনীর এমন তৎপরতা থাকলে সাধারণ যাত্রীরা স্বস্তিতে চলাচল করতে পারবে।’

নেছারাবাদে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও সময়মতো বাস না ছাড়ার অভিযোগে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সেনা ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস কাউন্টারগুলোকে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। কেউ কেউ টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে তাঁরা টাকা ফেরত পান।
ঢাকাগামী যাত্রী কাউসার মাহামুদ বলেন, ‘আমি স্টার ডিলাক্স বাস কাউন্টার থেকে ৮০০ টাকায় টিকিট কাটি। বিকেলে বাস ছাড়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত বাস আসে না। পরে সেনাবাহিনী এলে কাউন্টার মালিক পালিয়ে যান। এরপর আমরা টাকা ফেরত পাই।’
একই কাউন্টার থেকে টিকিট কাটা মো. হাসান বলেন, ‘পাঁচটায় গাড়ি ছাড়ার কথা থাকলেও বাস আসেনি। সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত পেয়েছি।’
আরেক যাত্রী উজ্জ্বল সাহা জানান, তিনি যমুনা লাইন থেকে ১ হাজার টাকায় ঢাকাগামী টিকিট কেনেন। পরে অতিরিক্ত ২০০ টাকা ফেরত পেয়েছেন।
অভিযুক্ত বাস কাউন্টার মালিকেরা বলেন, ‘ঈদের সময় যাত্রী বেশি থাকায় গাড়ির মালিকদের চাপে ভাড়া কিছুটা বাড়ানো হয়। এ ছাড়া ঢাকায় গিয়ে খালি ফিরে আসতে হয়, তাই বাড়তি খরচ পুষিয়ে নিতে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হয়।’
স্থানীয়রা বলেন, ‘ঈদ ও পূজার সময় নিয়মিতভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। প্রশাসনের নজরদারি না থাকায় যাত্রীরা জিম্মি হয়ে পড়ে। সেনাবাহিনীর এমন তৎপরতা থাকলে সাধারণ যাত্রীরা স্বস্তিতে চলাচল করতে পারবে।’

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে