নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে যোগদানপত্রে সই করেন। অনেকটা সাদামাটাভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রথম দিন ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলেন নতুন উপাচার্য।
উপাচার্য কার্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কার্যালয়ে বসেন অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে ছাত্র-শিক্ষকেরা নতুন উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে সাক্ষাৎকালে ফুলের শুভেচ্ছা কিংবা কোনো আয়োজন ছিল না।
সাক্ষাতে ছাত্ররা বারবার কেন আন্দোলন করতে হয় তাঁর ব্যাখ্যা দেন। পরে উপাচার্য ড. তৌফিক আলম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রশাসনিক, একাডেমিক ভবন ও তাঁর বাসভবনের তালা খোলেন। বাসভবনের তালা খুলে নতুন উপাচার্য তা ছাত্রদের হাতে তুলে দেন। এ সময় তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘এটা তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার মাধ্যমে যদি কোনো অন্যায় পাও, তাহলে আবার আটকায় দিও।’
তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ থেকে ১৯৮৬ ও ১৯৮৭ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৭ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০০২ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে যোগ দেন এবং ২০০৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের পর গত মঙ্গলবার অধ্যাপক ড. শুচিতা শরমিনকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিনই রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে যোগদানপত্রে সই করেন। অনেকটা সাদামাটাভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রথম দিন ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলেন নতুন উপাচার্য।
উপাচার্য কার্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কার্যালয়ে বসেন অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে ছাত্র-শিক্ষকেরা নতুন উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে সাক্ষাৎকালে ফুলের শুভেচ্ছা কিংবা কোনো আয়োজন ছিল না।
সাক্ষাতে ছাত্ররা বারবার কেন আন্দোলন করতে হয় তাঁর ব্যাখ্যা দেন। পরে উপাচার্য ড. তৌফিক আলম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রশাসনিক, একাডেমিক ভবন ও তাঁর বাসভবনের তালা খোলেন। বাসভবনের তালা খুলে নতুন উপাচার্য তা ছাত্রদের হাতে তুলে দেন। এ সময় তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘এটা তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার মাধ্যমে যদি কোনো অন্যায় পাও, তাহলে আবার আটকায় দিও।’
তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ থেকে ১৯৮৬ ও ১৯৮৭ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৭ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০০২ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে যোগ দেন এবং ২০০৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের পর গত মঙ্গলবার অধ্যাপক ড. শুচিতা শরমিনকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিনই রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোছাব্বির হত্যাকাণ্ড ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে, মোছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ও কারওয়ান বাজারে ব্যবসা থাকা আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের
১৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অনিক (২০) ও তাঁর মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে অনিকের মা নুরজাহান বেগমকে আজ রোববার (১১ জানুয়ারি) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২৫ মিনিট আগে