আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে তল্লাশি ও মাছ বিক্রির ২১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের এক নেতাকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এস তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম সৈয়দ আরিফ ওরফে রিপন মীর। তিনি রত্নপুর ইউনিয়ন যুবলীগ সদস্য। তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের জয় বিশ্বাস নামের এক মাছচাষি উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে ভোরে বাড়িতে ফিরছিলেন। এ সময় বটতলা এলাকায় পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসের শরীর তল্লাশি করে মাছ বিক্রির ২১ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেন রিপন মীর। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করলে দুজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ সময় রিপনকে ধরে স্থানীয় লোকজন পিটুনি দেয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপনকে থানায় নিয়ে যান।
অভিযোগ রয়েছে, এর আগে গত বৃহস্পতিবার ভোরে বাইপাস সড়কে রাজিহার গ্রামের মাছ ব্যবসায়ী শংকর হালদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যান রিপন। গত রোববার সকালে বিল্বগ্রামে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা নেন তিনি। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, টাকা ছিনতাইয়ের ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে বিকেলে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সৈয়দ আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা পিটুনি দিয়ে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে তল্লাশি ও মাছ বিক্রির ২১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের এক নেতাকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এস তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম সৈয়দ আরিফ ওরফে রিপন মীর। তিনি রত্নপুর ইউনিয়ন যুবলীগ সদস্য। তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের জয় বিশ্বাস নামের এক মাছচাষি উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে ভোরে বাড়িতে ফিরছিলেন। এ সময় বটতলা এলাকায় পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসের শরীর তল্লাশি করে মাছ বিক্রির ২১ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেন রিপন মীর। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করলে দুজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ সময় রিপনকে ধরে স্থানীয় লোকজন পিটুনি দেয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপনকে থানায় নিয়ে যান।
অভিযোগ রয়েছে, এর আগে গত বৃহস্পতিবার ভোরে বাইপাস সড়কে রাজিহার গ্রামের মাছ ব্যবসায়ী শংকর হালদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যান রিপন। গত রোববার সকালে বিল্বগ্রামে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা নেন তিনি। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, টাকা ছিনতাইয়ের ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে বিকেলে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সৈয়দ আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা পিটুনি দিয়ে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৩ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৩ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে