নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ শনিবার নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে এক বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁর পাশে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর।
সভার শুরুতে সাদিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ভালো আছেন সবাই? গলার আওয়াজ কম কেন? একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব। আমি নাছোড়বান্দা। মেয়র না থাকলেও আপনাদের পাশে থাকব।’
নেতা-কর্মীদের মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়ে সাদিক বলেন, ‘আমরা রাজনীতি করি। আমাদের মন্ত্রী-এমপি হতে হবে এমন কোনো কথা আছে নাকি?’
তিনি আরও বলেন, ‘নৌকাকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। অনেক রাঘববোয়াল, সুযোগ সন্ধানী আছে। তারা আমাদের সঙ্গে ঝামেলা বাধিয়ে সুযোগ নিতে চাইবে। সুবিধাবাদীরা উসকানি দিলেও শক্ত থাকবেন।’
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘আগামী সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। খোকন সেরনিয়াবাত সাদিকের ছোট চাচা। আমরা তাঁর পাশে থাকব।’ তিনি বলেন, ‘মে দিবসে বিকেল ৩টায় দলীয় কার্যালয় থেকে নতুন বার্তা দিতে চাই। আপনারা সকলে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন।’
গত ১৫ এপ্রিল দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে নগরীতে আর ফেরেননি সাদিক। নৌকার মেয়র প্রাথী চাচা খোকন সেরনিয়াবাতের পাশেও এসে দাঁড়াননি।

বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ শনিবার নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে এক বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁর পাশে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর।
সভার শুরুতে সাদিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ভালো আছেন সবাই? গলার আওয়াজ কম কেন? একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব। আমি নাছোড়বান্দা। মেয়র না থাকলেও আপনাদের পাশে থাকব।’
নেতা-কর্মীদের মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়ে সাদিক বলেন, ‘আমরা রাজনীতি করি। আমাদের মন্ত্রী-এমপি হতে হবে এমন কোনো কথা আছে নাকি?’
তিনি আরও বলেন, ‘নৌকাকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। অনেক রাঘববোয়াল, সুযোগ সন্ধানী আছে। তারা আমাদের সঙ্গে ঝামেলা বাধিয়ে সুযোগ নিতে চাইবে। সুবিধাবাদীরা উসকানি দিলেও শক্ত থাকবেন।’
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘আগামী সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। খোকন সেরনিয়াবাত সাদিকের ছোট চাচা। আমরা তাঁর পাশে থাকব।’ তিনি বলেন, ‘মে দিবসে বিকেল ৩টায় দলীয় কার্যালয় থেকে নতুন বার্তা দিতে চাই। আপনারা সকলে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন।’
গত ১৫ এপ্রিল দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে নগরীতে আর ফেরেননি সাদিক। নৌকার মেয়র প্রাথী চাচা খোকন সেরনিয়াবাতের পাশেও এসে দাঁড়াননি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে