ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার খানকে নানা অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের কারণ দেখিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।
অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাময়িক বরখাস্তের সঙ্গে চেয়ারম্যানকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ করা হয়েছে।’
জেলা প্রশাসক জানান, সাময়িক বরখাস্তের আদেশের কপিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরে ইউনিয়ন পরিষদের করের ১২ লাখ ৮২ হাজার ৩৫০ টাকা মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করে চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। এ ছাড়া করোনাকালীন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণের চাল আত্মসাৎ, করোনাকালীন প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় মানুষের মধ্যে প্রদানকৃত ২ হাজার ৫০০ টাকা করে বিতরণে অনিয়ম, এলজিএসপি-৩-এর প্রাপ্ত বরাদ্দ থেকে তথ্যসেবা কেন্দ্রের মালামাল না কিনে অর্থ আত্মসাৎ, ২০১৯-২০২০ অর্থবছরের ফটোকপি মেশিন কেনা বাবদ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
ইউনিয়নভিত্তিক করোনার টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের আপ্যায়নের ৩৫ হাজার টাকা আত্মসাৎ, ট্রেড লাইসেন্স ফি, ওয়ারিশ ফি, ওয়ারিশ সনদ ফি, অটোরিকশার লাইসেন্স ফির ৩ লাখ টাকা আত্মসাৎ, প্রাক্তন ইউপি সচিবকে দিয়ে ইউনিয়ন পরিষদের রেজুলেশনসহ সব কার্যক্রম পরিচালনা করা এবং ২০১৯-২০২০ অর্থবছরের জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ২০ সেট রিং স্লাব ইউপি সদস্যদের না জানিয়ে বিতরণের অভিযোগ তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ব্যাপারে আবুল বাশার খান আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি এখনো আমি হাতে পাইনি। তবে একটি চিঠি আসছে শুনেছি।’
আবুল বাশার বলেন, ‘ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তার তদন্তও হয়েছে।’
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবেকুন নাহার বলেন, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘সোমবার আমরা আবুল বাশার খানের সাময়িক বরখাস্ত আদেশের চিঠি হাতে পেয়েছি। আমাদের দায়িত্ব হচ্ছে ওই চিঠি আবুল বাশার খানকে পৌঁছে দেওয়া।’

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার খানকে নানা অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের কারণ দেখিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে।
অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাময়িক বরখাস্তের সঙ্গে চেয়ারম্যানকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ করা হয়েছে।’
জেলা প্রশাসক জানান, সাময়িক বরখাস্তের আদেশের কপিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরে ইউনিয়ন পরিষদের করের ১২ লাখ ৮২ হাজার ৩৫০ টাকা মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করে চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। এ ছাড়া করোনাকালীন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণের চাল আত্মসাৎ, করোনাকালীন প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় মানুষের মধ্যে প্রদানকৃত ২ হাজার ৫০০ টাকা করে বিতরণে অনিয়ম, এলজিএসপি-৩-এর প্রাপ্ত বরাদ্দ থেকে তথ্যসেবা কেন্দ্রের মালামাল না কিনে অর্থ আত্মসাৎ, ২০১৯-২০২০ অর্থবছরের ফটোকপি মেশিন কেনা বাবদ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
ইউনিয়নভিত্তিক করোনার টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের আপ্যায়নের ৩৫ হাজার টাকা আত্মসাৎ, ট্রেড লাইসেন্স ফি, ওয়ারিশ ফি, ওয়ারিশ সনদ ফি, অটোরিকশার লাইসেন্স ফির ৩ লাখ টাকা আত্মসাৎ, প্রাক্তন ইউপি সচিবকে দিয়ে ইউনিয়ন পরিষদের রেজুলেশনসহ সব কার্যক্রম পরিচালনা করা এবং ২০১৯-২০২০ অর্থবছরের জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ২০ সেট রিং স্লাব ইউপি সদস্যদের না জানিয়ে বিতরণের অভিযোগ তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ব্যাপারে আবুল বাশার খান আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি এখনো আমি হাতে পাইনি। তবে একটি চিঠি আসছে শুনেছি।’
আবুল বাশার বলেন, ‘ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তার তদন্তও হয়েছে।’
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবেকুন নাহার বলেন, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘সোমবার আমরা আবুল বাশার খানের সাময়িক বরখাস্ত আদেশের চিঠি হাতে পেয়েছি। আমাদের দায়িত্ব হচ্ছে ওই চিঠি আবুল বাশার খানকে পৌঁছে দেওয়া।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে