আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের পর বাড়ি ফিরলেও বাসর হয়নি ইরান-নার্গিস দম্পতির। বিয়ের দিনেই দায়ের করা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন নববিবাহিত ইরান। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকার লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের বাসিন্দা ইরান খান পার্শ্ববর্তী আমবৌলা গ্রামের মোক্তার আলী মৃধার মেয়ে নার্গিস খানমকে বিয়ে করে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি নিয়ে আসেন। ওই বিয়ের বরযাত্রী ছিলেন ইরানের বড় বোনজামাতা ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা। গতকালই আবুল মোল্লা বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমদাদুল খানের সঙ্গে বাগধা পশ্চিমপাড় বাজারে বসে কথা বলেন।
এ কারণে এমদাদুলকে মারধর করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান তালুকদার। এ ঘটনা জানতে পেরে আবুল মোল্লা ওই বাজারে গিয়ে এমদাদুলকে মারধরের কথা মশিউরকে জিজ্ঞাসা করেন। এ কারণে পরে স্থানীয় আওয়ামী লীগের ৩০-৪০ জন নেতা-কর্মী শ্বশুরবাড়ি (বিয়ে বাড়ি) গিয়ে গতকাল রাতেই যুবদল নেতা আবুল মোল্লাকে খুঁজতে থাকেন এবং পুলিশকে সংবাদ দেন। এ সময় আবুল মোল্লা শ্বশুরবাড়ি থেকে গোপনে পালিয়ে যান। তবে পুলিশ ওই রাতেই যুবদল নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোকলেচুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেন। ওই মামলায় নববিবাহিত ইরান খান ও তাঁর ভাই মিরান খানকেও আসামি করা হয়।
এ নিয়ে নববিবাহিতা নার্গিস খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী ইরান খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করা হচ্ছে। তাই আমাদের বাসরও হয়নি। পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচার চাচ্ছি।’
থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘মারামারির ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার কোনো আসামি বিয়ে করেছে তা জানা নেই।’

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের পর বাড়ি ফিরলেও বাসর হয়নি ইরান-নার্গিস দম্পতির। বিয়ের দিনেই দায়ের করা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন নববিবাহিত ইরান। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকার লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের বাসিন্দা ইরান খান পার্শ্ববর্তী আমবৌলা গ্রামের মোক্তার আলী মৃধার মেয়ে নার্গিস খানমকে বিয়ে করে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি নিয়ে আসেন। ওই বিয়ের বরযাত্রী ছিলেন ইরানের বড় বোনজামাতা ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা। গতকালই আবুল মোল্লা বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমদাদুল খানের সঙ্গে বাগধা পশ্চিমপাড় বাজারে বসে কথা বলেন।
এ কারণে এমদাদুলকে মারধর করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান তালুকদার। এ ঘটনা জানতে পেরে আবুল মোল্লা ওই বাজারে গিয়ে এমদাদুলকে মারধরের কথা মশিউরকে জিজ্ঞাসা করেন। এ কারণে পরে স্থানীয় আওয়ামী লীগের ৩০-৪০ জন নেতা-কর্মী শ্বশুরবাড়ি (বিয়ে বাড়ি) গিয়ে গতকাল রাতেই যুবদল নেতা আবুল মোল্লাকে খুঁজতে থাকেন এবং পুলিশকে সংবাদ দেন। এ সময় আবুল মোল্লা শ্বশুরবাড়ি থেকে গোপনে পালিয়ে যান। তবে পুলিশ ওই রাতেই যুবদল নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোকলেচুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেন। ওই মামলায় নববিবাহিত ইরান খান ও তাঁর ভাই মিরান খানকেও আসামি করা হয়।
এ নিয়ে নববিবাহিতা নার্গিস খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী ইরান খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করা হচ্ছে। তাই আমাদের বাসরও হয়নি। পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচার চাচ্ছি।’
থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘মারামারির ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার কোনো আসামি বিয়ে করেছে তা জানা নেই।’

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩২ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে