পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার দিন পরে হাফেজ মো. ইজাজুল ইসলামের (২০) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে দুই বন্ধু ইজাজুল ইসলাম ও ইব্রাহিম খলিল বাপ্পী পটুয়াখালীতে যান। সেখানে তাঁদের বন্ধু এনামুল হক মাসুদের বাড়িতে একটি অনুষ্ঠানের দাওয়াত খেতে যান তাঁরা। ওই দিন দুপুরের দিকে তিন বন্ধুসহ অন্যরা গোসল করতে যান নিকটস্থ লোহালিয়া নদীতে। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার কাটতে গেলে ইজাজুল পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে আর পাওয়া যায়নি। দুই বন্ধু বাপ্পী ও মাসুদ সাঁতরে তীরে উঠে এলেও তাঁরা অসুস্থ হয়ে পড়েন। এঁদের মধ্যে মাসুদ (২০) ও বাপ্পীকে (২০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পটুয়াখালী সদর নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা ও কেস্ট গার্ড গিয়ে ইজাজুলকে উদ্ধারের চেষ্টা চালালেও সন্ধান পাননি। এরপর আজ সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে ইজাজুলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ইজাজুল ইসলামের পটুয়াখালীর আউলিয়াপুরের বন্ধু এনামুল হক মাসুদ ও ঢাকার আরেক বন্ধু ইব্রাহিম খলিল বাপ্পী বলেন, ‘আমরা ঢাকায় থাকি। কেউই তেমন সাঁতার জানি না। আমরা নদীতে কখনো গোসল করিনি। এই প্রথম নদীতে গোসল করতে নামি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সাঁতার কাটতে গিয়ে দিক হারিয়ে ফেলি এবং বন্ধু ইজাজুল পানিতে ডুবে যায়। পরে তাকে খুঁজে আর পাওয়া যায়নি। আজ সকালে তার মরদেহ ভেসে ওঠে।’
আউলিয়াপুর বলইকাঠি ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের চৌকিদার কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার হওয়ার পর সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়। তাঁরা পথেই রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার দিন পরে হাফেজ মো. ইজাজুল ইসলামের (২০) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে দুই বন্ধু ইজাজুল ইসলাম ও ইব্রাহিম খলিল বাপ্পী পটুয়াখালীতে যান। সেখানে তাঁদের বন্ধু এনামুল হক মাসুদের বাড়িতে একটি অনুষ্ঠানের দাওয়াত খেতে যান তাঁরা। ওই দিন দুপুরের দিকে তিন বন্ধুসহ অন্যরা গোসল করতে যান নিকটস্থ লোহালিয়া নদীতে। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার কাটতে গেলে ইজাজুল পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে আর পাওয়া যায়নি। দুই বন্ধু বাপ্পী ও মাসুদ সাঁতরে তীরে উঠে এলেও তাঁরা অসুস্থ হয়ে পড়েন। এঁদের মধ্যে মাসুদ (২০) ও বাপ্পীকে (২০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পটুয়াখালী সদর নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা ও কেস্ট গার্ড গিয়ে ইজাজুলকে উদ্ধারের চেষ্টা চালালেও সন্ধান পাননি। এরপর আজ সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে ইজাজুলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ইজাজুল ইসলামের পটুয়াখালীর আউলিয়াপুরের বন্ধু এনামুল হক মাসুদ ও ঢাকার আরেক বন্ধু ইব্রাহিম খলিল বাপ্পী বলেন, ‘আমরা ঢাকায় থাকি। কেউই তেমন সাঁতার জানি না। আমরা নদীতে কখনো গোসল করিনি। এই প্রথম নদীতে গোসল করতে নামি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সাঁতার কাটতে গিয়ে দিক হারিয়ে ফেলি এবং বন্ধু ইজাজুল পানিতে ডুবে যায়। পরে তাকে খুঁজে আর পাওয়া যায়নি। আজ সকালে তার মরদেহ ভেসে ওঠে।’
আউলিয়াপুর বলইকাঠি ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের চৌকিদার কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার হওয়ার পর সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়। তাঁরা পথেই রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে