নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র বাবদ ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শামসুল হক প্রশংসাপত্র ছাড়াও কারণে-অকারণে নানা ফি নিয়ে থাকেন। পরীক্ষা ফি, বিদায় চাঁদা, ভর্তি ফি, স্পোর্টস ফিসহ নানা অজুহাতে তিনি চাঁদা নেন অভিভাবকদের কাছ থেকে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সদ্য উত্তীর্ণ এক ছাত্রীর রিকশাচালক বাবা মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণি থেকে এ বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে প্রশংসাপত্রের জন্য যান। এই বাবদ তাঁর কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে।
স্বরূপকাঠি উপজেলা সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করা এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর বাচ্চাকে এ বছর ওই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির জন্য তাঁর কাছ থেকে দেড় শ টাকা ভর্তি ফি এবং দেড় শ টাকা স্পোর্টস ফিসহ তিন শ টাকা নেওয়া হয়েছে।
প্রশংসাপত্রে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি তো একা নিই না। উপজেলার সব বিদ্যালয়ে প্রশংসাপত্রে টাকা নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে নানা অডিট হয়, অনেক মেহমান আসেন। তাঁদের একটু চা-নাশতার জন্য বছরে আমার অনেক টাকা খরচ হয়। তাই মাঝেসাঝে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেওয়া হয়।’ তবে অভিভাবকেরা যতটা বাড়িয়ে বলছেন, তা মিথ্যা বলে দাবি করেন তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রশংসাপত্র কেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়ারই নিয়ম নেই। বিষয়টি জেনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’

পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র বাবদ ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শামসুল হক প্রশংসাপত্র ছাড়াও কারণে-অকারণে নানা ফি নিয়ে থাকেন। পরীক্ষা ফি, বিদায় চাঁদা, ভর্তি ফি, স্পোর্টস ফিসহ নানা অজুহাতে তিনি চাঁদা নেন অভিভাবকদের কাছ থেকে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সদ্য উত্তীর্ণ এক ছাত্রীর রিকশাচালক বাবা মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণি থেকে এ বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে প্রশংসাপত্রের জন্য যান। এই বাবদ তাঁর কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে।
স্বরূপকাঠি উপজেলা সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করা এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর বাচ্চাকে এ বছর ওই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির জন্য তাঁর কাছ থেকে দেড় শ টাকা ভর্তি ফি এবং দেড় শ টাকা স্পোর্টস ফিসহ তিন শ টাকা নেওয়া হয়েছে।
প্রশংসাপত্রে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি তো একা নিই না। উপজেলার সব বিদ্যালয়ে প্রশংসাপত্রে টাকা নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে নানা অডিট হয়, অনেক মেহমান আসেন। তাঁদের একটু চা-নাশতার জন্য বছরে আমার অনেক টাকা খরচ হয়। তাই মাঝেসাঝে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেওয়া হয়।’ তবে অভিভাবকেরা যতটা বাড়িয়ে বলছেন, তা মিথ্যা বলে দাবি করেন তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রশংসাপত্র কেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়ারই নিয়ম নেই। বিষয়টি জেনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে