Ajker Patrika

মেহেন্দীগঞ্জ-ঢাকা নৌপথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২২
মেহেন্দীগঞ্জ-ঢাকা নৌপথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

মেহেন্দীগঞ্জ-ঢাকা নৌপথে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে ঢাকায় বসবাসরত মেহেন্দীগঞ্জের সাধারণ মানুষ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। এই পথে ১২টি লঞ্চ চলাচল করে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান মিরাজ আজকের পত্রিকাকে বলেন , ‘ডেকে ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ টাকা। অথচ সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটার তিন টাকা। মেহেন্দীগঞ্জ-ঢাকা নৌপথের দূরত্ব ৯৮ কিলোমিটার। সে অনুযায়ী ডেকের ভাড়া হওয়ার কথা ৩০০ টাকার মতো।’

স্থানীয় বাসিন্দা তারেক সিকদার বলেন, ‘লঞ্চগুলোয় দুই গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তিন মাস ধরে এ রুটে প্রায় ১২টি লঞ্চ চলাচল করে।

এ রুটের এমভি সাব্বির-২-এর সুপারভাইজার এবাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিই আমরা। যে কারণে অন্য সব লঞ্চ কর্তৃপক্ষ ক্ষুব্ধ।’ 

মেহেন্দীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার যাত্রীরা অভিযোগ করেছেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। হয়রানিও করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে এসব বিষয় জানানো হয়েছে। সরকার নির্ধারিত ভাড়া না নিলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাটে লোকজনকে হয়রানি বন্ধের নিদের্শ দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারিভাবে প্রতি কিলোমিটার ভাড়া তিন টাকা। লঞ্চ কর্তৃপক্ষ এ নিয়মে ভাড়া নিচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত