Ajker Patrika

ববিতে আন্দোলন সমন্বয়কদের ওপর ছাত্রলীগ সমর্থকদের হামলা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ববিতে আন্দোলন সমন্বয়কদের ওপর ছাত্রলীগ সমর্থকদের হামলা 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সভায় হামলা চালিয়ে অন্তত ১১ জনকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ পরিচয়ধারী কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভসহ ১০ জন শিক্ষার্থী বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ সোমবার দুপুরে মূল ভবনের নিচতলায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। 

বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি, হামলাকারীরা ছাত্রলীগের কেউ কি না, তিনি জানেন না। তবে তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান তিনি।

আহত শিক্ষার্থী (সমন্বয়ক) সুজয় শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনে আমাদের পরবর্তী কর্মপরিকল্পনার জন্য প্রায় ২০ জন শিক্ষার্থী গ্রাউন্ড ফ্লোরে সভা করছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী নামধারী এ কে আরাফাতের নেতৃত্বে ২০-২৫ জন লাঠি, রড ও পাইপ নিয়ে আমাদের ওপর হামলা চালায়। মাহমুদুল হাসান তমাল, শাহরিয়ার সান, সাব্বির, জাইফ, আল সামাদ শান্ত, খালেদ হাসান, মো. সাইফ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলামসহ আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী পরিচয়ধারী প্রকাশ্যে হামলা করে। তারা সবাই আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।’ 

পরে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার সময় দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি জানান তিনি। 

সুজয় শুভ আরও বলেন, ‘আমাদের সভাকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও র‍্যাব ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। তাদের সামনেই আমাদের বেধড়ক মারধর করে ছাত্রলীগ পরিচয়ধারীরা।’ 

অভিযোগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত ও অভিযুক্ত এ কে আরাফাতের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোনো রকম সহিংসতা চাই না। এখন যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, সেহেতু শিক্ষার্থীরা প্রচলিত নিয়ম মেনে চলবে বলে আশা করি। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান না করুক, এটা কাম্য।’ 

তিনি আরও বলেন, ‘যতটা সম্ভব শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। যারা হামলা করেছে, তারা কারা-সেটি প্রক্টর বলতে পারবে।’ 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সভার শেষ দিকে কোটা সংস্কার নিয়ে সরকারের প্রজ্ঞাপনকে সমর্থন জানানো কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের মূল দিয়ে প্রবেশ করে। তখন দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।’ 

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রিয়াজ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কোটা আন্দোলনের পক্ষে ১৫-২০ জন ছাত্র ক্যাম্পাসের ভেতরে সভা করেছিল। তারা সভা শেষ করে চলে যাওয়ার সময় সাধারণ কিছু ছাত্র ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোটা আন্দোলনের স্বপক্ষে ১৫-২০ জনকে গাড়িতে করে শহরে নিয়ে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ 

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকানগরে শিক্ষার্থীদের বিক্ষোভ
চলমান কারফিউ শিথিলের মধ্যে বরিশালে বিক্ষোভ ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করাসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন তাঁরা। 

নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভ ও দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকায় ডিবি অফিসে শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের মানসিক ও শারীরিক নির্যাতন করে, অস্ত্রের মুখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কের দায়িত্ব নিয়ে, আন্দোলন কর্মসূচি চলমান রাখার জন্য কর্মসূচি গ্রহণ করেছে।’ 

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে কিছু সময় অবস্থান নিয়েছিল। পরে তারা নিজেরাই চলে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত