বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে করা ভর্তি করা হয়েছে।
জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। এর মধ্যে একটি পক্ষের সাংসদের অনুসারীদের নেতৃত্বে অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান বাকি এবং মেয়রপন্থীদের নেতৃত্বে আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন। উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের কলেজ অ্যাভিনিউর তিন মাথা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নীরবকে মারধর করেন স্থানীয় যুবকেরা। এর প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যদিও এর আগেই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বেশ কয়েকবার তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ করেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের একাংশের কর্মী ময়িদুর রহমান বাকিসহ তার অনুসারী ছাব্বির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে অপরাংশের ছাত্রলীগ কর্মী আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ তাঁদের অনুসারী তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত নামে মোট চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রলীগের কর্মী অমিত হাসান রক্তিম বলেন, ‘সিফাত গ্রুপের হামলায় আহত হয়ে তাদের সহপাঠী মহিদুর রহমান বাকি ও ছাব্বির হাসপাতালে ভর্তি রয়েছেন।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ সিফাত নিজেকে বর্তমানে সুস্থ দাবি করে কিছু জানাতে রাজি হননি। যদিও সৈয়দ রুম্মান ইসলাম দাবি করেছেন, তাদের পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন এবং তিনিসহ আহতরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘মধ্যরাতে ক্যাম্পাসে হঠাৎ করেই দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছয়জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।’
বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, ববিতে রাতের ঘটনায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিত শান্ত করার পাশাপাশি হাসপাতালে খোঁজ নিয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উল্লেখ্য, ববিতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এর পরও ছাত্রলীগের নামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্থিরতা চালিয়ে আসছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে করা ভর্তি করা হয়েছে।
জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। এর মধ্যে একটি পক্ষের সাংসদের অনুসারীদের নেতৃত্বে অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান বাকি এবং মেয়রপন্থীদের নেতৃত্বে আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন। উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের কলেজ অ্যাভিনিউর তিন মাথা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নীরবকে মারধর করেন স্থানীয় যুবকেরা। এর প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যদিও এর আগেই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বেশ কয়েকবার তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ করেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের একাংশের কর্মী ময়িদুর রহমান বাকিসহ তার অনুসারী ছাব্বির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে অপরাংশের ছাত্রলীগ কর্মী আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ তাঁদের অনুসারী তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত নামে মোট চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রলীগের কর্মী অমিত হাসান রক্তিম বলেন, ‘সিফাত গ্রুপের হামলায় আহত হয়ে তাদের সহপাঠী মহিদুর রহমান বাকি ও ছাব্বির হাসপাতালে ভর্তি রয়েছেন।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ সিফাত নিজেকে বর্তমানে সুস্থ দাবি করে কিছু জানাতে রাজি হননি। যদিও সৈয়দ রুম্মান ইসলাম দাবি করেছেন, তাদের পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন এবং তিনিসহ আহতরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘মধ্যরাতে ক্যাম্পাসে হঠাৎ করেই দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছয়জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।’
বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, ববিতে রাতের ঘটনায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিত শান্ত করার পাশাপাশি হাসপাতালে খোঁজ নিয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উল্লেখ্য, ববিতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এর পরও ছাত্রলীগের নামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্থিরতা চালিয়ে আসছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে