তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন প্রভাবশালী বারেক কাজী (৪৫) ও তাঁর ভাই নাসির ফকির (৫০)। এ বিষয়ে তালতলী থানায় গতকাল রোববার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
ওই সাংবাদিক বরিশালের একটি আঞ্চলিক পত্রিকায় বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত বছরের জুলাইয়ে আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে একটি চক্রের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে। বিষয়টির সত্যতা পেলে ‘আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিক। এরপর থেকেই তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন অভিযুক্ত বারেক কাজী ও তাঁর ভাই নাসির ফকির।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম জানান, তালতলীর ছোটবগী মৌজার বিএস ১০৭ খতিয়ানভুক্ত ১৯৪৩ নং দাগের পূর্ব পাশে জমি ক্রয়সূত্রে দুজনই মালিক বলে দাবি করেন। এই জমি নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় একই এলাকার মো. আফরোজা রানী (৪০) স্বামী আজিজ খন্দকার ও ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও তাঁদের সহযোগীরা আদালতের ১৪৪ ধারার আদেশ উপেক্ষা করে জমি দখল করেন। সরেজমিন গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে সংবাদ প্রচার করি। এরপর থেকেই অপরিচিত নাম্বার থেকে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। গত ডিসেম্বরের শেষের দিকে ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও আফরোজা রানীর পরামর্শে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রকাশ্যে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে তালতলী থানায় জিডি করেছি।
এ বিষয়ে তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি বলেন, ‘সংবাদ প্রচার করে যদি তাঁকে প্রকাশ্য হত্যার হুমকি পেতে হয়, এটা কোনোভাবেই মানা যায় না। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে তালতলী থানার অফিসার্স ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘সাংবাদিক সাইফুল থানায় এসে জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বরগুনার তালতলীতে দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন প্রভাবশালী বারেক কাজী (৪৫) ও তাঁর ভাই নাসির ফকির (৫০)। এ বিষয়ে তালতলী থানায় গতকাল রোববার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
ওই সাংবাদিক বরিশালের একটি আঞ্চলিক পত্রিকায় বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত বছরের জুলাইয়ে আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে একটি চক্রের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে। বিষয়টির সত্যতা পেলে ‘আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিক। এরপর থেকেই তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন অভিযুক্ত বারেক কাজী ও তাঁর ভাই নাসির ফকির।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম জানান, তালতলীর ছোটবগী মৌজার বিএস ১০৭ খতিয়ানভুক্ত ১৯৪৩ নং দাগের পূর্ব পাশে জমি ক্রয়সূত্রে দুজনই মালিক বলে দাবি করেন। এই জমি নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় একই এলাকার মো. আফরোজা রানী (৪০) স্বামী আজিজ খন্দকার ও ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও তাঁদের সহযোগীরা আদালতের ১৪৪ ধারার আদেশ উপেক্ষা করে জমি দখল করেন। সরেজমিন গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে সংবাদ প্রচার করি। এরপর থেকেই অপরিচিত নাম্বার থেকে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। গত ডিসেম্বরের শেষের দিকে ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও আফরোজা রানীর পরামর্শে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রকাশ্যে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে তালতলী থানায় জিডি করেছি।
এ বিষয়ে তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি বলেন, ‘সংবাদ প্রচার করে যদি তাঁকে প্রকাশ্য হত্যার হুমকি পেতে হয়, এটা কোনোভাবেই মানা যায় না। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে তালতলী থানার অফিসার্স ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘সাংবাদিক সাইফুল থানায় এসে জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে