তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন প্রভাবশালী বারেক কাজী (৪৫) ও তাঁর ভাই নাসির ফকির (৫০)। এ বিষয়ে তালতলী থানায় গতকাল রোববার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
ওই সাংবাদিক বরিশালের একটি আঞ্চলিক পত্রিকায় বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত বছরের জুলাইয়ে আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে একটি চক্রের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে। বিষয়টির সত্যতা পেলে ‘আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিক। এরপর থেকেই তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন অভিযুক্ত বারেক কাজী ও তাঁর ভাই নাসির ফকির।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম জানান, তালতলীর ছোটবগী মৌজার বিএস ১০৭ খতিয়ানভুক্ত ১৯৪৩ নং দাগের পূর্ব পাশে জমি ক্রয়সূত্রে দুজনই মালিক বলে দাবি করেন। এই জমি নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় একই এলাকার মো. আফরোজা রানী (৪০) স্বামী আজিজ খন্দকার ও ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও তাঁদের সহযোগীরা আদালতের ১৪৪ ধারার আদেশ উপেক্ষা করে জমি দখল করেন। সরেজমিন গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে সংবাদ প্রচার করি। এরপর থেকেই অপরিচিত নাম্বার থেকে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। গত ডিসেম্বরের শেষের দিকে ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও আফরোজা রানীর পরামর্শে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রকাশ্যে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে তালতলী থানায় জিডি করেছি।
এ বিষয়ে তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি বলেন, ‘সংবাদ প্রচার করে যদি তাঁকে প্রকাশ্য হত্যার হুমকি পেতে হয়, এটা কোনোভাবেই মানা যায় না। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে তালতলী থানার অফিসার্স ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘সাংবাদিক সাইফুল থানায় এসে জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বরগুনার তালতলীতে দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন প্রভাবশালী বারেক কাজী (৪৫) ও তাঁর ভাই নাসির ফকির (৫০)। এ বিষয়ে তালতলী থানায় গতকাল রোববার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
ওই সাংবাদিক বরিশালের একটি আঞ্চলিক পত্রিকায় বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত বছরের জুলাইয়ে আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে একটি চক্রের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে। বিষয়টির সত্যতা পেলে ‘আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিক। এরপর থেকেই তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন অভিযুক্ত বারেক কাজী ও তাঁর ভাই নাসির ফকির।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম জানান, তালতলীর ছোটবগী মৌজার বিএস ১০৭ খতিয়ানভুক্ত ১৯৪৩ নং দাগের পূর্ব পাশে জমি ক্রয়সূত্রে দুজনই মালিক বলে দাবি করেন। এই জমি নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় একই এলাকার মো. আফরোজা রানী (৪০) স্বামী আজিজ খন্দকার ও ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও তাঁদের সহযোগীরা আদালতের ১৪৪ ধারার আদেশ উপেক্ষা করে জমি দখল করেন। সরেজমিন গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে সংবাদ প্রচার করি। এরপর থেকেই অপরিচিত নাম্বার থেকে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। গত ডিসেম্বরের শেষের দিকে ভাড়াটে সন্ত্রাসী বারেক কাজী ও আফরোজা রানীর পরামর্শে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রকাশ্যে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে তালতলী থানায় জিডি করেছি।
এ বিষয়ে তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি বলেন, ‘সংবাদ প্রচার করে যদি তাঁকে প্রকাশ্য হত্যার হুমকি পেতে হয়, এটা কোনোভাবেই মানা যায় না। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে তালতলী থানার অফিসার্স ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘সাংবাদিক সাইফুল থানায় এসে জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে