Ajker Patrika

নাজিরপুরে ঘর থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  পিরোজপুর প্রতিনিধি
বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা
বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নাজিরপুরে এক বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী (৭৫) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নুর ইসলাম শেখ নামের এক ব্যক্তি খেজুরের রস দিতে আজ শুক্রবার সকালে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশের বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান।

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত জানান, আজ ভোরে তিনি তাঁর মায়ের হত্যার খবর পান। ওই দিন ভোরে তিনি বাড়িতে এসে ঘরের খাটের ওপর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। স্থানীয় একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে তাঁর মাকে হত্যা করা হতে পারে বলে ধারণা।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পেছন থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

ভারত নির্ভরতা কাটাতে নীতি তৈরি করেছি: ফয়েজ আহমদ তৈয়্যব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত