ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের বিরুদ্ধে। পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে।
সংস্কারকাজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচ ঢালাই দিয়ে রাস্তা সংস্কারের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করলে কাজ চালু করতে দেওয়া হবে না।

রাস্তার সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহারের কথা অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পাথরের সাইজ ছোট হওয়ায় এলাকাবাসী আপত্তি জানায়। পরে তাদের পছন্দ অনুযায়ী পাথর এনে রাস্তার কাজ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, যদি কোনোখানে কাজের সমস্যা হয়ে থাকে তা পুনরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক দিয়ে ঠিক করিয়ে নেওয়া হবে।

এদিকে, ঝালকাঠি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।

ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের বিরুদ্ধে। পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে।
সংস্কারকাজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচ ঢালাই দিয়ে রাস্তা সংস্কারের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করলে কাজ চালু করতে দেওয়া হবে না।

রাস্তার সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহারের কথা অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পাথরের সাইজ ছোট হওয়ায় এলাকাবাসী আপত্তি জানায়। পরে তাদের পছন্দ অনুযায়ী পাথর এনে রাস্তার কাজ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, যদি কোনোখানে কাজের সমস্যা হয়ে থাকে তা পুনরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক দিয়ে ঠিক করিয়ে নেওয়া হবে।

এদিকে, ঝালকাঠি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
৪০ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে