পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন বিভাগের সংরক্ষিত খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত খালে এ ঘটনা ঘটে। আহতদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।
জানা গেছে, সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বনের খালে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় দুটি পক্ষ সেখানে মাছ ধরার জন্য যায়। ওই খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, ‘বন্যপ্রাণী রক্ষায় ওই অঞ্চালকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। সেখানে মাছ শিকারের কোনো সুযোগ নেই। দুই পক্ষই বেআইনিভাবে বনে ঢুকেছে।’
এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহম্মাদ মিজান বলেন, ‘সোনারচর বনের খালের মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের পাঁচজন ও আরেক পক্ষের তিনজন আহত হন। এ ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২০ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মৎস্য ও বনজ সম্পদ রক্ষায় উপজেলার সোনারচর অভয়ারণ্যসহ বন বিভাগের আওতাধীন খালে মাছ শিকারের জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন বিভাগের সংরক্ষিত খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত খালে এ ঘটনা ঘটে। আহতদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।
জানা গেছে, সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বনের খালে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় দুটি পক্ষ সেখানে মাছ ধরার জন্য যায়। ওই খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, ‘বন্যপ্রাণী রক্ষায় ওই অঞ্চালকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। সেখানে মাছ শিকারের কোনো সুযোগ নেই। দুই পক্ষই বেআইনিভাবে বনে ঢুকেছে।’
এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহম্মাদ মিজান বলেন, ‘সোনারচর বনের খালের মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের পাঁচজন ও আরেক পক্ষের তিনজন আহত হন। এ ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২০ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মৎস্য ও বনজ সম্পদ রক্ষায় উপজেলার সোনারচর অভয়ারণ্যসহ বন বিভাগের আওতাধীন খালে মাছ শিকারের জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে