Ajker Patrika

শেবাচিম হাসপাতালে নার্সের ওপর হামলা, ৩ পুলিশ প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
শেবাচিম হাসপাতালে নার্সের ওপর হামলা, ৩ পুলিশ প্রত্যাহার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় ৩ টুরিস্ট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়েছেন বরিশাল রিজিওনের টুরিস্ট পুলিশ সুপার রেজাউল করিম। 

প্রত্যাহার হওয়া ৩ পুলিশ সদস্য হচ্ছে- টুরিস্ট পুলিশ বরিশাল জোনের ইন্সপেক্টর বুলবুল আহমেদ, কনস্টেবল জাভেদ ও মো. মেহেদী।  

টুরিস্ট পুলিশ সুপার রেজাউল করিম বলেন, সিসি টিভি ফুটেজ দেখে নার্সের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশের হেড কোয়ার্টার সংযুক্ত করা হয়েছে ।   

প্রসঙ্গত, বুধবার রাতে টুরিস্ট পুলিশের এক সদস্য আহত হওয়ায় তাকে চিকিৎসার হন্য শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে টুরিস্ট পুলিশের সঙ্গে হাসপাতালের নার্সদের সংঘাত বাধে। ওই ঘটনায় বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয় নার্সরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু করে নার্সরা। নার্সরা নিজেদের কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে এবং এ হামলার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানায় নার্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। পরে প্রায় দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত